বাবরি মসজিদ ধ্বংস - সংবিধানের মূল দুই স্তম্ভ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার গোড়া ধরে নাড়িয়ে দিয়েছিল
ওই দিনে RSS'র নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী শক্তি বাবরি মসজিদের তিনটি গম্বুজকেই শুধু ধূলোয় মিশিয়ে দেয়নি, ভারতের সংবিধানের অন্যতম মূল দুই স্তম্ভ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার গোড়া ধরে নাড়িয়ে দিয়েছিল।