People's Reporter: বিদ্যালয় ভবনটি ২০ বছরের বেশি পুরনো। একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল। এর আগে এই নিয়ে বেশ কয়েকবার অভিযোগ জানানো হলেও বিষয়টিতে কর্ণপাত করেননি শীর্ষ আধিকারিকরা বলে অভিযোগ।
People's Reporter: স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা নির্মাণের সময়ই নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেছিলেন এবং নদী এলাকায় কালভার্ট নির্মাণের দাবি করেছিলেন। কিন্তু তাঁদের দাবি উপেক্ষা করা হয়েছে।
People's Reporter: বিজেপি বিধায়ক মীনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও আদালত তা খারিজ করে দেয় এবং তাঁকে দু’সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ২১ মে তিনি ঝালওয়ারের মনোহর থানা আদালতে আত্মসমর্পণ করেন।
People's Reporter: চলতি মাসের প্রথম দিকের এই ঘটনা রাজস্থানে আলোড়ন ফেলে এবং বিজেপি নেতা আহুজা সর্বস্তরে সমালোচিত হন। রবিবার বিতর্কিত ওই প্রাক্তন বিধায়ককে দল থেকে বহিষ্কার করলো বিজেপি।
People's Reporter: শেরপুর খিলচিপুর কংগ্রেস ব্লকের সভাপতি মীনা বলেন, রাহুলজী আমাকে জিজ্ঞাসা করেন, আমরা রাজস্থানে কেমন ধরনের নেতৃত্ব চাই। আমি বিনা দ্বিধায় বলি, শচীন পাইলট।