
উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত রাস্তা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝুনঝুন জেলায়। জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় রাস্তা নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠছে।
রবিবার ঝুনঝুন জেলার উদয়পুরবাটির বাবুলি এলাকায় নবনির্মিত রাস্তাটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু সেদিন দিনভর ভারী বৃষ্টিপাতের ফলে কাটলি নদীর জলস্তর বেড়ে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই এলাকায় ওইদিন ৮৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে নদীর তীব্র স্রোত নবনির্মিত রাস্তার উপর দিয়ে বইতে থাকে। এর জেরে রাস্তার মাঝখানে একটি বড় অংশ ভেসে যায়। এর ফলে পাপড়া এবং পাঁচলাগি গ্রামের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে প্রায় ৩০ থেকে ৩৫ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা রাস্তা নির্মাণের সময়ই নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেছিলেন এবং নদী এলাকায় কালভার্ট নির্মাণের দাবি করেছিলেন, কিন্তু তাঁদের উদ্বেগ উপেক্ষা করা হয়েছিল।
কাটলি বৃষ্টির জলে পুষ্ট একটি নদী যা সিকার ঝুনঝুনু এবং চুরু জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। সাম্প্রতিক সময়ে নদীটিতে অবৈধ দখলদারিত্ব বৃদ্ধি পেয়েছে। রাজ্য প্রশাসন নদীটিকে দখলদারিদের থেকে এবং অবৈধ বালি ও নুড়ি খননকারীদের থেকে মুক্ত করার জন্য একটি অভিযানও শুরু করেছে।
পার্শ্ববর্তী বহু গ্রাম থেকে রাস্তা ভেসে যাওয়ার এই দৃশ্য দেখতে এসেছেন জনগণ। রাস্তা ভেসে যাওয়ার একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে (সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তাটি ধসে পড়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটিও জলে ভেঙে পড়েছে।
ছয় মাস আগে বাঘুলি এবং জাহাজ গ্রামকে জাতীয় সড়ক ৫২-এর সাথে সংযুক্ত করার উদ্দেশ্যে এই রাজ্য সড়কটির নির্মাণ শুরু হয়েছিল। রাস্তাটির নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
রবিবারের এই ঘটনায় ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠেছে। গণপূর্ত বিভাগের একটি দল রাস্তাটি পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন