People's Reporter: মঙ্গলবার মহারাষ্ট্র সরকার জানায় টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) চলতি বছরের শেষ দুই ত্রৈমাসিকে পুণে সিটি ক্যাম্পাস থেকে ৩৭৬ জন কর্মীকে ছাঁটাই করেছে। এই তথ্যর বিরোধিতা করেছে FITE।
People's Reporter: অ্যামাজনের মোট ১.৫৫ মিলিয়ন কর্মী কর্মরত। যার মধ্যে ৩ লক্ষ ৫০ হাজার কর্পোরেট কর্মী রয়েছে। এই কর্মীর ১০%-র কিছু কম ছাঁটাইয়ের সম্মুখীন হবে।
People's Reporter: ঠিক কতজন কর্মী ছাঁটাই হবে তা এখনও নিশ্চিত করে জানায়নি সংস্থাটি। এর আগে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে আমাজন প্রায় ২৭,০০০ কর্মী ছাঁটাই করেছিল। যা সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই।
People's Reporter: অভিযোগ, ইস্তফা দিলে তিন মাসের বেতন দেওয়া হবে। শর্ত প্রত্যাখ্যান করলে কোনও ক্ষতিপূরণ ছাড়াই তাঁদের ছাঁটাই করা হবে। তাঁদের কোনও রিলিভিং লেটার দেওয়া হবেনা বলেও জানিয়েছে সংস্থা।
People's Reporter: টিসিএস ২০২৫-২৬ অর্থবর্ষে কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রাথমিকভাবে প্রায় ১২,০০০ কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।