Lay Offs: চলতি বছরের শুরু থেকেই ছাঁটাইয়ের পরিকল্পনা মেটা, টিসিএস, সিটি গ্রুপ সহ অন্যান্য সংস্থায়

People's Reporter: আমাজন ছাড়াও ছাঁটাইয়ের সম্ভাবনা বেড়েছে মেটা, ব্ল্যাকরক (BlackRock), সিটি গ্রুপে (CitiGroup), টিসিএস (TCS)-এ। ব্লুমবারগ-এর প্রতিবেদন অনুসারে মেটা বড়ো সংখ্যায় কর্মী ছাঁটাই করতে চলেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ
Published on

নতুন বছরেও অব্যাহত গতিতে চলছে ছাঁটাই। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে এই ছাঁটাই কোথাও হয়ে গেছে, আর কোথায় ছাঁটাই-এর পরিকল্পনা চলছে। ২০২৫-এও যেভাবে বছরভর বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে ছাঁটাই চলেছে চলতি বছরও সেই একই দিকে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে। ২০২৬-এর প্রথম ১৩ দিনে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী।

জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসেই কমপক্ষে ১০০০ থেকে ২,৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে আমাজন। যা কোম্পানিকে ঢেলে সাজানোর জন্যেই করা হবে। অনুমান করা হচ্ছে সংস্থার ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া এবং নিউ জার্সির অফিস থেকে এই ছাঁটাই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন (WARN) আইনের অধীনে দাখিল করা নথিপত্রের মাধ্যমে এই ছাঁটাইয়ের বিষয়টি প্রকাশ করা হয়েছে, যা অনুযায়ী বড় নিয়োগকর্তাদের গণছাঁটাইয়ের আগে থেকে নোটিশ দিতে হয়।

আমাজন ছাড়াও ছাঁটাই হবার সম্ভাবনা বেড়েছে মেটা (Meta), ব্ল্যাকরক (BlackRock) এবং সিটি গ্রুপে (CitiGroup), টিসিএস (TCS)-এ। ব্লুমবারগ-এর এক প্রতিবেদন অনুসারে মেটা বড়ো সংখ্যায় কর্মী ছাঁটাই করতে চলেছে। যা রিয়েলিটি ল্যাবস ডিভিশনের মোট কর্মী বাহিনীর প্রায় ১০ শতাংশ। চলতি সপ্তাহের শেষের দিকেই এই ছাঁটাই হবার সম্ভাবনা। ওই প্রতিবেদন অনুসারে, চলতি বছরে মেটা তাদের মোট খরচের ৩০ শতাংশ কমাতে চায়।

আমাজন, মেটা ছাড়াও কর্মীবাহিনী থেকে কমপক্ষে ১০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে সিটি গ্রুপ। এই ছাঁটাইও চলতি সপ্তাহের শেষের দিকেই হবার সম্ভাবনা। প্রসঙ্গত, দুবছর আগেই সিটি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২৬-এর শেষের মধ্যে কোম্পানি থেকে ২০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। গত বছরের সেপ্টেম্বরের শেষের হিসেব অনুসারে বিশ্বজুড়ে এই ব্যাঙ্কে মোট কর্মী সংখ্যা ছিল ২ লক্ষ ২৭ হাজার।

এছাড়াও এই মাসেই কর্মী ছাঁটাই করবে ব্ল্যাকরক সংস্থা। পৃথিবী বিখ্যাত এই সংস্থা থেকেও চলতি মাসে বড়ো সংখ্যায় ছাঁটাই হবার সম্ভাবনা। এইচ পি ইঙ্ক জানিয়েছে, ২০২৮ আর্থিক বছরের মধ্যে এই সংস্থা থেকে কমপক্ষে ৪০০০ থেকে ৬০০০ কর্মী ছাঁটাই করা হবে।

টিসিএস-এ চলতি বছরে ছাঁটাই হতে পারে বড়ো সংখ্যায়। গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে টিসিএস-এ ছাঁটাই হয়েছে ১১,১৫১ জন। যার ফলে কোম্পানির মোট কর্মীসংখ্যা ৫ লক্ষ ৯৩ হাজার ৩১৪ থেকে কমে হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ১৬৩।

layoffs.fyi-এর তথ্য অনুসারে ২০২৫ সালে বিশ্বের ২৬৯টি প্রযুক্তি সংস্থা থেকে মোট ছাঁটাই হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৯৪১ জন কর্মী। এছাড়াও গত বছরে DOGE ছাঁটাই করেছে ৭১,৯৮১ কর্মীকে। ২০২৪ সালে ৫৫১টি প্রযুক্তি সংস্থা ছাঁটাই করেছিল ১ লক্ষ ৫২ হাজার ৯২ কর্মীকে। ২০২৩-এর হিসেব অনুসারে বিশ্বের ১১৯৩টি প্রযুক্তি সংস্থা থেকে ছাঁটাই হয়েছিলেন ২ লক্ষ ৬৪ হাজার ৩২০ জন কর্মী।

ছবি প্রতীকী
Lay Offs: টিসিএস-এ ছাঁটাই ৩৭৬ নয়, প্রায় ২,৫০০ - মহারাষ্ট্র সরকারের তথ্যর বিরোধিতা করে দাবি FITE-র
ছবি প্রতীকী
Oracle Layoffs: ২০২৫-এ ১৯৯ প্রযুক্তি সংস্থা থেকে ৮৮,৯৬৪ ছাঁটাই, এবার ৩০০০ কর্মীর কাজ গেল ওরাকল থেকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in