Oracle Layoffs: ২০২৫-এ ১৯৯ প্রযুক্তি সংস্থা থেকে ৮৮,৯৬৪ ছাঁটাই, এবার ৩০০০ কর্মীর কাজ গেল ওরাকল থেকে

People's Reporter: কোম্পানির ক্লাউড ইউনিট, অর্থাৎ Oracle Cloud Infrastructure (OCI) বিভাগেই মূলত এই ছাঁটাই হচ্ছে।
কর্মী ছাঁটাই অরাকলে
কর্মী ছাঁটাই অরাকলেছবি - সংগৃহীত
Published on

লিংকডইন (linkedin.com) ও রেডিটে (Reddit) কয়েক সপ্তাহ ধরে ছাঁটাইয়ের জল্পনা চলার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস-ভিত্তিক টেক জায়ান্ট ওরাকল (Oracle) বড়সড় ছাঁটাই শুরু করেছে। ২০ মিনিটের জুম কলে কর্মীদের জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা।

কোম্পানির ক্লাউড ইউনিট, অর্থাৎ Oracle Cloud Infrastructure (OCI) বিভাগেই মূলত এই ছাঁটাই হচ্ছে। এর ফলে ইঞ্জিনিয়ারিং, ডেটা সেন্টার অপারেশনস এবং এআই/এমএল টিমের কর্মীরা প্রভাবিত হবেন বলেই আশা করা হচ্ছে।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই ছাঁটাইয়ের ঘোষণা এসেছে তথাকথিত “প্রজেক্ট আপডেট” বা “বিজনেস আপডেট”-এর আড়ালে। ভারতে ওরাকলের প্রায় ৩০,০০০ কর্মী রয়েছেন, যাদের মধ্যে অনেকেই চাকরি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ডেটাবেস টিমে কর্মরত এক বরখাস্ত কর্মী বলেন, “সবকিছু শেষ হয়ে গেল মাত্র ২০ মিনিটে। একটি জুম কলে আমন্ত্রণ, অনলাইনে ম্যানেজার আর এইচআর জানালেন যে বিষয়টা আমার কর্মদক্ষতার জন্য নয়, পুরোপুরি ব্যবসায়িক কারণে ছাঁটাই করা হচ্ছে। আমার অ্যাক্সেস সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হলো।”

আরেক কর্মী জানান, সবচেয়ে কঠিন কাজ ছিল বাবা-মাকে জানানো। “আমার বাবা-মা আমার উপর নির্ভরশীল। ওনাদের জানানোই ছিল সবচেয়ে কঠিন”।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ওরাকলের মোট কর্মীদের প্রায় ১০ শতাংশ এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। অর্থাৎ ৩,০০০-এরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। ছাঁটাইয়ের প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিন, কানসাস সিটি, ফিলিপাইনস, অস্ট্রেলিয়া, মেক্সিকো এবং রিমোট টিমগুলোতেও।

যদিও এবারই প্রথম নয়। গত মাসেই ওরাকল ভারতে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল, যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড সার্ভিস ও টেকনিক্যাল সাপোর্ট বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সর্বশেষ এই ছাঁটাইয়ের পর ওরাকলের কর্মীদের মধ্যে আবারও অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি হয়েছে, কারণ কোম্পানির ভবিষ্যৎ পুনর্গঠন কৌশল এখনও অস্পষ্ট।

বর্তমান ছাঁটাইয়ের প্রকোপ কোন কোন দেশে?

ফাইনালরাউন্ডএআই ডট কমের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ফিলিপাইন্সে এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র - সিয়াটেল ছাঁটাই হয়েছে ২৬২ জন, ক্যালিফোর্নিয়ায় ২৫৪ জন (রেডউড সিটির ১৮৭ জন সহ), এবং ক্যানসাস সিটিতে উল্লেখযোগ্য ছাঁটাই করা হয়েছে।

ভারত - বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, পুনে, নয়ডা এবং কলকাতা সহ প্রধান প্রযুক্তি কেন্দ্রগুলিতে ওরাকলের ভারতীয় কর্মীদের প্রায় ১০%, বা প্রায় ২,৮০০ থেকে ৩,০০০ কর্মী ছাঁটাই করা হয়েছে।

ফিলিপাইন্স - ওরাকল অ্যাডভান্সড কাস্টমার সার্ভিসেস এবং নেটস্যুট গ্লোবাল বিজনেস ইউনিটের সম্পূর্ণ গ্রুপগুলিকে বাদ দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই, সেলসফোর্স সংস্থা গ্রাহক সহায়তা বিভাগ থেকে প্রায় ৪,০০০ কর্মী ছাঁটাই করেছে। বর্তমানে এই সংস্থাএআই-চালিত অটোমেশনে সর্বাত্মকভাবে কাজ করছে। সংস্থার সিইও মার্ক বেনিওফ জানিয়েছেন, এআই এজেন্টরা গ্রাহক সহায়তার কাজগুলি পরিচালনা করতে আরও সক্ষম হয়ে উঠায় বিভাগটিতে কর্মী কমানো প্রয়োজন।

layoffs.fyi-এর তথ্য অনুসারে, ২০২৫ সালে এখনও পর্যন্ত বিশ্বের ১৯৯টি প্রযুক্তি সংস্থা থেকে মোট ৮৮,৯৬৪ জন কর্মী ছাঁটাই হয়েছে। চলতি বছরে মাইক্রোসফ্ট, গুগল, অ্যামাজন এবং মেটা সহ বৃহৎ প্রযুক্তি সংস্থা সাম্প্রতিক মাসগুলিতে নতুন ব্যবসায়িক পুনর্গঠন এবং খরচ কমানোর ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কর্মী ছাঁটাই ঘোষণা করেছে। এর মধ্যে সবথেকে বেশি কর্মী ছাঁটাই করেছে ইনটেল ও মাইক্রোসফট। গত এপ্রিল মাসে ইনটেল ২২ হাজার এবং মে মাসে মাইক্রোসফট ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে।

কর্মী ছাঁটাই অরাকলে
৪০০টিরও বেশি হিমবাহসৃষ্ট হ্রদের আকার বাড়ছে! বিপদের আশঙ্কা পেয়ে সতর্ক করল কেন্দ্রীয় জল কমিশন
কর্মী ছাঁটাই অরাকলে
G-mail Data Breach: প্রায় ২৫০ কোটি জি-মেল ব্যবহারকারীর তথ্য হাতিয়েছে হ্যাকাররা - কী জানালো গুগল?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in