People's Reporter: মোকামা অঞ্চলের জনপ্রিয় নেতা ছিলেন ৭৫ বছর বয়সী নিহত দুলারচাঁদ। তাঁর বাড়ি তাতার গ্রামে। একসময় তিনি লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ ছিলেন। পরে প্রশান্ত কিশোরের দল জন সূরজ পার্টিতে যোগ দেন।
People's Reporter: অসমর্থিত সূত্র অনুসারে, নীতিশ কুমার অসুস্থতার জন্য এদিনের রোড শোতে উপস্থিত থাকতে পারেননি। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
People's Reporter: ১২ আসনে মহাজোটের বিভিন্ন শরিক দল একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই শরিকদের মধ্যে আছে আরজেডি, কংগ্রেস, সিপিআই, ভিআইপি এবং আইআইপি। এইসব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে।
People's Reporter: জন সূরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর শনিবার স্পষ্ট জানিয়ে দিলেন, বিহার বিধানসভা নির্বাচনের আগে বা পরে তাঁর দল কোনও রাজনৈতিক জোটে যোগ দেবে না।
People's Reporter: সাংবাদিক সম্মেলনে মোকামায় জন সূরজ পার্টির কর্মী দুলার চাঁদ যাদবের হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে এনডিএ শাসনকালে বিহারে মাফিয়া রাজ এবং জঙ্গল রাজ চলছে।
People's Reporter: নীতিশ কুমারের প্রতিশ্রুতি, ভোটে জিতে ক্ষমতায় এলে এক কোটি সরকারি চাকরি দেবে। এছাড়া প্রতিটি মহিলাকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।