Bihar Polls 25: '১০০% দায় আমার' - জন সূরজের ব্যর্থতায় সাফাই গেয়ে ২০ নভেম্বর 'মৌন উপবাস' পিকের

People's Reporter: ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াই করে পিকের জন সূরজ। ২৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাঁর দল। ৬৮টি আসনে নোটার থেকেও কম ভোট পেয়েছে জন সূরজ।
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি, প্রশান্ত কিশোরের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

বিহার নির্বাচনে দলের ভরাডুবির দায় সম্পূর্ণ নিজের উপর নিলেন জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তাঁর দাবি, সৎভাবে প্রচার করেও জন সূরজ একটিও আসন পায়নি।

২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াই করে পিকের জন সূরজ। ২৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাঁর দল। ৬৮টি আসনে নোটার থেকেও কম ভোট পেয়েছে জন সূরজ। মোট ভোট পেয়েছে ৩.৪৪ শতাংশ। একটিও আসন জিততে পারেননি তিনি। ফল প্রকাশের পর প্রথমবার মুখ খুলে হারের জন্য নিজেকেই দায়ী করলেন তিনি।

এক সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর বলেন, “আমরা সৎভাবে প্রচেষ্টা করেছি, কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। এটা স্বীকার করতে কোনও ক্ষতি নেই। আমরা সিস্টেমে পরিবর্তন আনতে ভোটের ময়দানে নেমেছিলাম। সে কথা ভুলে যান। আমরা ক্ষমতার পরিবর্তন পর্যন্ত আনতে পারিনি। তবে আমরা অবশ্যই বিহারের রাজনীতি পরিবর্তনে কিছু ভূমিকা পালন করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের প্রচেষ্টায়, আমাদের চিন্তাভাবনায়, আমরা যেভাবে ব্যাখ্যা করেছি তাতে অবশ্যই কিছু ভুল ছিল। তাই জন্য জনগণ আমাদের জয়ী করেননি। যদি জনগণ আমাদের উপর আস্থা না দেখায়, তাহলে এর দায় সম্পূর্ণরূপে আমার। আমি ১০০ শতাংশ নিজের উপর দায়িত্ব নিচ্ছি যে, আমি বিহারের জনগণের আস্থা অর্জন করতে পারিনি। আমি বিহারের জনগণকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছি যে, তাঁদের ভোট দেওয়ার ভিত্তি কী এবং কেন তাঁদের একটি নতুন ব্যবস্থা তৈরি করা উচিত। তাই, প্রায়শ্চিত্ত হিসেবে, আমি ২০ নভেম্বর গান্ধী ভিতিহারওয়া আশ্রমে একদিনব্যাপী নীরব অনশন পালন করব। আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা কোনও অপরাধ করিনি”।

প্রসঙ্গত, বিহার নির্বাচনের আগে সবথেকে বেশি নজর ছিল প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির দিকে। বিশেষজ্ঞদের দাবি ছিল, পিকের দল আসন না জিতলেও ভোট কাটাকুটি করে অন্য দলকে সুবিধা করে দিতে পারে। একাধিক আসনে তেমনটাই হয়েছে। যদিও পিকের দাবি ছিল, একদম প্রথম স্থানে থাকবে অথবা শেষ স্থানে থাকবে। এখানে মাঝামাঝি কিছু নেই।

তিনি এও বলেছিলেন, নির্বাচনে জেডিইউ যদি ২৫টির বেশি আসন পায় তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। এছাড়া ভোটের আগে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন হয় ১০-এর নিচে অথবা ১৫০-এর ওপরে আসন পাবে জন সূরজ। তা যদি না হয় সেক্ষেত্রে নিজের ব্যর্থতা স্বীকার করে নেবেন তিনি।

জেডিইউ-র ২৫-র বেশি আসন জয়ের কারণ হিসেবে নীতিশ সরকারের দেওয়া মহিলাদের ১০,০০০ টাকা উল্লেখ করেন পিকে। তিনি বলেন, ভোটের আগে আমি বলেছিলাম জেডিইউ ২৫-র বেশি আসন পাবে না। সেই মন্তব্যে আমি অনড়। নীতিশ কুমার যদি মহিলাদের ১০,০০০ টাকা করে না দিতেন তাহলে জেডিইউ ২৫টির বেশি আসন জিততে পারত না।

উল্লেখ্য, বিহারে ৮৯টি আসন পেয়ছে বিজেপি, জেডিইউ পেয়েছে ৮৫টি, আরজেডি ২৫টি, এলজেপি (রামবিলাস) ১৯টি, ৬টি কংগ্রেস, এআইমিম এবং হ্যাম ৫টি করে আসন পেয়েছে। ৪টি আসন পেয়েছে রাষ্ট্রীয় লোক মোর্চা, ২টি আসন দখলে গেছে সিপিআই(এম-এল) লিবারেশনের। ১টি করে আসন পেয়েছে ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি, সিপিআইএম এবং বিএসপি।

প্রশান্ত কিশোর
হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন, পাল্টা বিবৃতি জারি করে কী জানালো ভারতের বিদেশমন্ত্রক?
প্রশান্ত কিশোর
Bihar: আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ ৩ নেতাকে বহিষ্কার করল BJP

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in