Bihar: আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ ৩ নেতাকে বহিষ্কার করল BJP

People's Reporter: বিহার সরকারের ২,৪০০ মেগাওয়াট ভাগলপুর বিদ্যুৎ প্রকল্পটি আদানিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর কে সিং। তাঁর অভিযোগ, প্রকল্পটি ৬০,০০০-৬২,০০০ কোটি টাকার কেলেঙ্কারি।
আর কে সিং, ঊষা আগরওয়াল এবং অশোক কুমার আগরওয়াল (বামদিকে থেকে)
আর কে সিং, ঊষা আগরওয়াল এবং অশোক কুমার আগরওয়াল (বামদিকে থেকে)ছবি - সংগৃহীত
Published on

বিহার নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পরই প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং সহ মোট ৩ বিজেপি নেতাকে বহিষ্কার করল গেরুয়া শিবির। সকলের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

বিহার বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। ৮৯টি আসন জিতেছে তারা। এরপরই দলের শৃঙ্খলারক্ষায় কড়া পদক্ষেপ নিল গেরুয়া শিবির। শনিবার প্রাক্তন সাংসদ আর কে সিং, বিজেপির বিধান পরিষদ সদস্য অশোক কুমার আগরওয়াল এবং কাটিহার মেয়র ঊষা আগরওয়ালকে বহিষ্কার করেছে বিজেপি।

সকলকেই আগে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে উল্লেখ ছিল এই ৩ জনের জন্য দলের ক্ষতি হয়েছে। দলবিরোধী কার্যকলাপের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

প্রসঙ্গত, বিহার সরকারের ২,৪০০ মেগাওয়াট ভাগলপুর (পিরপৈন্তি) বিদ্যুৎ প্রকল্পটি আদানি পাওয়ার লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর কে সিং। তিনি অভিযোগ করেছিলেন, প্রকল্পটি ৬০,০০০-৬২,০০০ কোটি টাকার কেলেঙ্কারি। সরকার প্রতি ইউনিট ৬ টাকা চড়া দামে বিদ্যুৎ কিনতে রাজি হয়েছে। যার জেরে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর উপর চাপ বাড়বে। বিজেপি নেতার এই বক্তব্যের পরই বিরোধীরা ব্যাপক সমালোচনা শুরু করে। রীতিমতো নির্বাচনের আগে অস্বস্তিতে পড়ে বিজেপি।

এমনকি তিনি নির্বাচনে এনডিএ প্রার্থীদের ভাল করে যাচাই করে ভোট দেওয়ার জন্য সচেতন করেছিলেন ভোটারদের। তাঁর মতে যে সকল প্রার্থীদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে তাঁদের ভোট দেওয়া উচিত নয়। তার পরিবর্তে নোটা-কে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

উল্লেখ্য, আর কে সিং ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে বিহারের আরা কেন্দ্র থেকে জয়ী হয়ে দু’দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। কিন্তু গত বছর লোকসভা ভোটে ওই কেন্দ্রেই সিপিআইএমএল লিবারেশন প্রার্থীর কাছে হেরে যান তিনি।

এছাড়া অশোক আগরওয়াল তাঁর পুত্র সৌরভ আগরওয়ালের হয়ে নির্বাচনে প্রচার করেছিলেন। সৌরভ ভিআইপি-র টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই প্রচার চালিয়েছিলেন অশোক আগরওয়াল।

আর কে সিং, ঊষা আগরওয়াল এবং অশোক কুমার আগরওয়াল (বামদিকে থেকে)
Bihar Polls 25: 'নির্বাচন প্রথম থেকেই অস্বচ্ছ ছিল' - বিহারে ভরাডুবির পর সাফাই রাহুল গান্ধীর!
আর কে সিং, ঊষা আগরওয়াল এবং অশোক কুমার আগরওয়াল (বামদিকে থেকে)
Bihar Polls 25: বিহারে ৩১ আসনে হার-জিত ৫০০০-এর কম ভোটে, সর্বনিম্ন ব্যবধান ২৭

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in