Bihar Polls 25: বিহারে ৩১ আসনে হার-জিত ৫০০০-এর কম ভোটে, সর্বনিম্ন ব্যবধান ২৭

People's Reporter: পাঁচ হাজারের কম ব্যবধানে ৩ আসনে পরাজিত হয়েছে সিপিআইএমএল, ১৩ আসনে আরজেডি, এলজেপি রাম বিলাস ৩ আসনে, জেডিইউ ৪ আসনে, বিজেপি ৬ আসনে, হ্যাম ১ আসনে, মিম ১ আসনে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সংগৃহীত
Published on

বিহার বিধানসভা নির্বাচনে ৩১টি আসনে ফলাফল নির্ধারিত হল পাঁচ হাজারের কম ভোটের ব্যবধানে। গতবার এই ধরণের আসনের সংখ্যা ছিল ৫২। যা এবার কমে হয়েছে ৩১। পাঁচ হাজারের কম ব্যবধানে ফলাফলের নিষ্পত্তি হওয়া ৩১ আসনের মধ্যে এনডিএ শিবিরের জেডিইউ জয়লাভ করেছে ৯টি আসনে, বিজেপি ৪ আসনে, ১ আসনে আরএলএম, এলজেপি ৩ আসনে। অন্যদিকে মহাজোটের আরজেডি ৮ আসনে, সিপিআইএমএল ১ আসনে, কংগ্রেস ৩ আসনে এবং ১ আসনে আইআইপি। পাঁচ হাজারের কম ব্যবধানের আসনগুলির মধ্যে ১টি আসনে জয়ী হয়েছে বিএসপি।

পাঁচ হাজারের কম ব্যবধানে ৩ আসনে পরাজিত হয়েছে সিপিআইএমএল, ১৩ আসনে আরজেডি, এলজেপি রাম বিলাস ৩ আসনে, জেডিইউ ৪ আসনে, বিজেপি ৬ আসনে, হ্যাম ১ আসনে, মিম ১ আসনে।

এই ৩০ আসনের মধ্যে সর্বনিম্ন এবং সর্বাধিক ব্যবধান সন্দেশ ও শোনেপুর কেন্দ্রে। সন্দেশ কেন্দ্রে ২৭ ভোটে আরজেডি-কে হারিয়ে জয়লাভ করেছে জেডিইউ। অন্যদিকে শোনেপুর কেন্দ্রে ৪৭৬৭ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী হয়েছে জেডিইউ।

● সন্দেশ কেন্দ্রে ২৭ ভোটে আরজেডি-কে হারিয়ে জয়লাভ করেছে জেডিইউ।

● রামগড় কেন্দ্রে ৩০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছে বিএসপি।

● আগিওন কেন্দ্রে ৯৫ ভোটে সিপিআইএমএল-কে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি।

● নবীনগর কেন্দ্রে ১১২ ভোটে আরজেডি-কে হারিয়ে জয়ী হয়েছে জেডিইউ।

● ঢাকা কেন্দ্রে ১৭৮ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে আরজেডি।

● ফরবেশগঞ্জ কেন্দ্রে ২২১ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে কংগ্রেস।

● বলরামপুর কেন্দ্রে ৩৮৯ ভোটে মিম-কে হারিয়ে জয়ী হয়েছে এলজেপি রামবিলাস।

● চানাপাটিয়া কেন্দ্রে ৬০২ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে কংগ্রেস।

● জেহানাবাদ কেন্দ্রে ৭৯৩ ভোটে জেডিইউকে হারিয়ে জয়ী আরজেডি।

● বোধগয়া কেন্দ্রে ৮৮১ ভোটে এলজেপি রামবিলাসকে পরাজিত করে জয়ী হয়েছে আরজেডি।

● বক্তিয়ারপুর কেন্দ্রে ৯৮১ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী এলজেপি রামবিলাস।

● তারাইয়া কেন্দ্রে ১,৩২৯ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী বিজেপি।

● নারকাটিয়া কেন্দ্রে ১৪৪৩ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী জেডিইউ।

● বাল্মিকী নগর কেন্দ্রে ১৬৭৫ ভোটে জেডিইউকে হারিয়ে জয়ী কংগ্রেস।

● মকদুমপুর কেন্দ্রে ১৮৩০ ভোটে এলজেপি রামবিলাসকে হারিয়ে জয়ী হয়েছে আরজেডি।

● সহর্ষ কেন্দ্রে ২০৩৮ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী আইআইপি।

● টিকারি কেন্দ্রে ২০৫৮ ভোটে হ্যামকে হারিয়ে জয়ী আরজেডি।

● দুমরাও কেন্দ্রে ২১০৫ ভোটে সিপিআইএমএলকে হারিয়ে জয়ী জেডিইউ।

● জিরাদেই কেন্দ্রে ২৬২৬ ভোটে সিপিআইএমএলকে হারিয়ে জয়ী জেডিইউ।

● কারাকাট কেন্দ্রে ২৮৩৬ ভোটে সিপিআইএমএল কে হারিয়ে জয়ী জেডিইউ।

● বেলাগঞ্জ কেন্দ্রে ২৮৮২ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী জেডিইউ।

● সিংহেশ্বর কেন্দ্রে ২৯৮২ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী জেডিইউ।

● ব্রহ্মপুর কেন্দ্রে ৩২২০ ভোটে এলজেপি রামবিলাসকে হারিয়ে জয়ী আরজেডি।

● বাজপাটটি কেন্দ্রে ৩৩৯৫ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী আরএলএম।

● মাহিষি কেন্দ্রে ৩,৭৪০ ভোটে জেডিইউকে হারিয়ে জয়ী আরজেডি।

● আমনৌর কেন্দ্রে ৩৮০৮ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী বিজেপি।

● রাজাউলি কেন্দ্রে ৩৯৫৩ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী এলজেপি রামবিলাস।

● গোহ কেন্দ্রে ৪০৪১ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী আরজেডি।

● চেরিয়া বড়িয়ারপুর কেন্দ্রে ৪,১১৯ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী জেডিইউ।

● ঝাঁঝা কেন্দ্রে ৪২৬২ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী জেডিইউ।

● শোনেপুর কেন্দ্রে ৪৭৬৭ ভোটে আরজেডিকে হারিয়ে জয়ী বিজেপি।

ছবি প্রতীকী
Bihar Polls 25: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? নীতিশের ছবি ট্যুইট করেও JDU-র পিছু হটা নিয়ে প্রশ্ন
ছবি প্রতীকী
Bihar Exit Poll: বিহারের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে NDA! সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী মহাগঠবন্ধনও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in