Bihar: নীতিশ কুমারের NDA সরকারকে সমর্থনের বার্তা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির! দিলেন শর্তও

People's Reporter: বিহার নির্বাচনে এনডিএ বা মহাগঠবন্ধন, কোনও জোটেই ছিল না এআইমিম। একা লড়ে বিহার নির্বাচনে ৫টি আসনে জয়লাভ করেছে আসাদউদ্দিন ওয়াইসির মিম।
আসাদউদ্দিন ওয়েইসি ও নীতিশ কুমার
আসাদউদ্দিন ওয়েইসি ও নীতিশ কুমারফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের কথা জানালেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তবে নীতিশ কুমারকে শর্তও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে একক শক্তিতে পাঁচ আসনে জয়ী হয়েছে অল ইন্ডিয়া-মজলিস-ই-ইত্তেহাদুল মুসিলমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen) বা মিম।

বিহার নির্বাচনে এনডিএ বা মহাগঠবন্ধন, কোনও জোটেই ছিল না এআইএমআইএম । একা লড়ে বিহার নির্বাচনে ৫টি আসনে জয়লাভ করেছে মিম। এবার বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে এনডিএ। জোটের পক্ষে নীতিশ কুমার, সম্রাট চৌধুরী সহ মোট ২৭ জন ইতিমধ্যেই মন্ত্রী পদে শপথ নিয়েছেন। এবার বিহারের এনডিএ সরকারকে সমর্থন করার কথা জানালেন ওয়াইসি। তিনি বলেন, সীমাঞ্চল অঞ্চলকে ন্যায়বিচার দিলে তবেই আমরা নীতিশ কুমারের সরকারকে সমর্থন করব। বহু বছর ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।

তিনি আরও বলেন, "বিহারের উন্নয়ন কেবল পাটনা বা রাজগীরের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সংখ্যালঘু এলাকাগুলি দুর্নীতির কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। সীমাঞ্চল নদী ভাঙন, ব্যাপকভাবে অভিবাসন এবং ব্যাপক দুর্নীতির শিকার হচ্ছে। সরকারকে এই সমস্যাগুলি সমাধান করতে হবে।"

ওয়াইসি এও জানান যে তাঁর দলের বিধায়করা যাতে ঠিক মতো কাজ করেন তা নজরে রাখা হবে। তিনি বলেন, "আমাদের পাঁচজন বিধায়ক সপ্তাহে দু'বার তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার অফিসে বসবেন এবং তাঁদের লাইভ হোয়াটসঅ্যাপ লোকেশন সহ ছবি পাঠাবেন। ফলে জানা যাবে তাঁর সঠিক কথা বলছেন কিনা"।

কাটিহার, কিষাণগঞ্জ, আরারিয়া এবং পুর্ণিয়া - পশ্চিমবঙ্গ লাগোয়া এই ৪ জেলা সীমাঞ্চল নামে পরিচিত। বিহারের সংখ্যালঘুদের বড় অংশ এই অঞ্চলে বসবাস করেন। এই অঞ্চলে মোট ২৪টি বিধানসভার আসন। বিরোধী জোট কার্যত সীমাঞ্চল থেকে প্রচুর আসন পাবে বলে আশা করেছিল। যদিও বাস্তবে ফলাফল তেমনটা হয়নি। এই অঞ্চল থেকে মাত্র ১ আসনে জয়ী হয়েছে মহাগঠবন্ধন। ৫ আসনে জয়লাভ করেছে মিম এবং এনডিএ জয়লাভ করেছে ১৮টি আসনে।

প্রসঙ্গত, ২০২০ বিধানসভা নির্বাচনেও বিহারে ৫ আসনে জয়ী হয়েছিল মিম। যদিও পরে এই পাঁচ বিধায়কের মধ্যে ৪জন আরজেডি-তে যোগ দেন।

আসাদউদ্দিন ওয়েইসি ও নীতিশ কুমার
Bihar: নতুন মন্ত্রীসভার দপ্তর বন্টনে প্রথমেই স্বরাষ্ট্রদপ্তর হাতছাড়া নীতিশের - বিহারে কোন দপ্তরে কে?
আসাদউদ্দিন ওয়েইসি ও নীতিশ কুমার
New Labour Code: নয়া শ্রম কোডের বিরুদ্ধে ২৬ নভেম্বর দেশজুড়ে বিক্ষোভের ডাক ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in