নিউ ইয়র্কের এক আদালতে জিল প্রেজিয়ান দাবি করেন, ‘তাঁর কাছে নির্দেশ ছিল কোনও ভারতীয় বংশোদ্ভুত, সন্তান থাকা মহিলা এবং ৫০ বছর বয়সের উপরে কোনও চাকরিপ্রার্থী যদি আবেদন করেন, তাঁদের যেন এড়িয়ে যাওয়া হয়।’
আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, পাঞ্চজন্য আরএসএস-এর মুখপত্র নয় এবং এই প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে আরএসএস-এর কোনো সম্পর্ক নেই।
People's Reporter: কোম্পানি জানিয়েছে, “প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সন্দেহ দূরীকরণ সেশন, বেশ কয়েকটি মক মূল্যায়ন এবং তিনটি প্রচেষ্টা সত্ত্বেও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি আপনি।"
People's Reporter: নারায়ণ মূর্তির মন্তব্যের সমালোচনা করে চিদাম্বরম বলেন, এই মন্তব্য চরম হতাশাব্যঞ্জক। মানুষের জীবনে ভারসাম্য বজায় রাখা জরুরি। এক্ষেত্রে কাজের সময় না বাড়িয়ে দক্ষতার দিকে নজর দেওয়া উচিত।