কয়েকশো কর্মীকে ছাঁটাই করে বিপাকে ইনফোসিস। তথ্য প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট।
ইনফোসিসের মাইসোর শাখায় কর্মী ছাঁটাই নিয়ে সরব হয়েছে ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট (NITES)। তারা এই ছাঁটাইকে অবৈধ বলে অভিযোগ করেছে। ইনফোসিসের বিরুদ্ধে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যকেও চিঠি দিয়েছেন NITES সভাপতি হরপ্রীত সিং। তিনি জানান, এই ৭০০ জনকে ইচ্ছাকৃতভাবে ছাঁটাই করা হয়েছে। আড়াই বছর ধরে তাঁরা নিয়োগের অপেক্ষায় ছিলেন। আর নিয়োগের কিছু মাস পরেই ছাঁটাই করা হল।
তিনি আরও জানান, ইনফোসিসের বিরুদ্ধে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্য়াক্ট ১৯৪৭ অনুসারে আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে NITES।
তবে ইচ্ছাকৃতভাবে ছাঁটাইয়ের অভিযোগ অস্বীকার করেছে ইনফোসিস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের ইন্টারনাল পরীক্ষা নেওয়া হয়। ওই কর্মীরা একটিও পরীক্ষায় পাস করতে পারেননি। সেই জন্যই ছাঁটাই করা হয়েছে। আর সমস্ত কিছু চুক্তিতে লেখাই ছিল। তিনটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু লাভ হয়নি। পাশাপাশি বলা হয় ৭০০ জন কর্মীকে ছাঁটাই করেনি সংস্থা। ছাঁটাইয়ের সংখ্যা ৩৫০।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সকাল ৯.৩০টার সময় ওই সকল কর্মীদের ডেকে পাঠানো হয়। বলা হয় ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এক মহিলা কর্মী কর্তৃপক্ষের কাছে জানান অন্তত রাতটুকু থাকতে দিন। কর্তৃপক্ষ তাঁর আবেদন খারিজ করে দেন।
আরও জানা যায়, ছাঁটাই হওয়া নিয়ে কর্মীদের গোপনীয়তা রাখার নির্দেশ দেওয়া হয়। বাইরে যাতে বিষয়টি নিয়ে আলোচনা না হয় তার উপর জোর দেয় কর্তৃপক্ষ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন