People's Reporter: প্রাক্তন রাজ্যপালের এহেন মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই তাঁকে 'মানসিক বিকারগ্রস্ত' বলে আক্রমণ করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এরকম ব্যক্তি কীভাবে শীর্ষ সাংবিধানিক পদে ছিলেন?
People's Reporter: দলের অন্ধ সমর্থকরাও বিশ্বাস করতে শুরু করেছে তৃণমূলের সাথে সেটিং রয়েছে বিজেপির। রাজ্য ও জেলা স্তরের গুরুত্বপূর্ণ নেতারাও কর্মী-সমর্থকদের হাতে লাঞ্ছিত হচ্ছেন, মন্তব্য তথাগতর।
রবিবার সকালে এক ট্যুইট বার্তায় তিনি তৃণমূলের সমালোচনার পাশাপাশি রাজ্য বিজেপির দিশেহারা অবস্থার কথাও উল্লেখ করেন। এরপরেই তাঁর ইঙ্গিত, এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা।
তথাগত লেখেন, "কলকাতা ‘সেটিং’ আশঙ্কায় ভুগছে। যার অর্থ মোদী ও মমতার মধ্যে গোপন বোঝাপড়া হয়েছে। তৃণমূলের চোর বা বিজেপি কর্মীদের হত্যাকারীদের বাঁচাতে এই আলোচনা। দয়া করে আমাদের বোঝান তেমন কোনও ‘সেটিং’ নেই"।
উনি চিৎকার করে উঠলেন, “কেমন করে চলে গেল ! নিশ্চয়ই আমাদের সাইডে ঠেলে ফেলে দেবার মতলব ছিল ! খন্দকার, তুই এখনই বাজপেয়ীজিকে ফোন কর, … না, না, আডবানিজিকে ফোন কর…”।
তিনি লেখেন - “যদি দল তার পরে আত্মানুসন্ধান করত এবং যে অসৎ-লম্পট চক্র এর জন্য দায়ী তাকে নির্মমভাবে অপসারণ করত তাহলে কর্মীরা উজ্জীবিত হত, পুরসভার ফল এর চেয়ে অনেক ভাল হতে পারত।”