Tathagata Roy: গান্ধীজি 'শয়তান'! ফের বিতর্কিত পোস্ট BJP নেতা তথাগত রায়ের

People's Reporter: প্রাক্তন রাজ্যপালের এহেন মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই তাঁকে 'মানসিক বিকারগ্রস্ত' বলে আক্রমণ করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এরকম ব্যক্তি কীভাবে শীর্ষ সাংবিধানিক পদে ছিলেন?
Tathagata Roy: গান্ধীজি 'শয়তান'! ফের বিতর্কিত পোস্ট BJP নেতা তথাগত রায়ের
Published on

সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কিত-সাম্প্রদায়িক মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রয়। এবার তাঁর নিশানায় জাতির জনক মহাত্মা গান্ধী। গান্ধীজি-কে ‘শয়তান’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, সাভারকার মুক্ত হয়েছিলেন বলেই হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছে, নইলে গান্ধীজি সকলকে মুসলমানের ক্রীতদাস বানিয়ে দিত। গান্ধীজি-কে নিয়ে এমন মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রয় লেখেন, “যে কোনো উপায়েই হোক, সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে আমরা হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছি – না হলে শয়তান মোহনদাস গান্ধী আমাদের সকলকে মুসলমানের ক্রীতদাস বানিয়ে দিত। গান্ধী তো জিন্নাকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করতে চাইছিল!”

তিনি আরও লেখেন, “আজকের ভারতে যে বিকৃত ‘সেকুলারবাদ’ মুসলিম উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে তার দায়িত্ব তো গান্ধী-নেহরুর! সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না, কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। সেই হিন্দু মহাসভা রাজনীতির অমোঘ গতিতে ভারতীয় জনসংঘের জন্ম দিয়েছিল যার থেকে জন্ম নিল ভারতীয় জনতা পার্টি। বাকিটা ইতিহাস।“

প্রাক্তন রাজ্যপালের এহেন মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। অনেকেই তাঁকে 'মানসিক বিকারগ্রস্ত' বলে আক্রমণ করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এরকম মানসিকতার একজন ব্যক্তি কীভাবে রাজ্যপালের মতো শীর্ষ সাংবিধানিক পদে ছিলেন?

তবে এধরনের বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হওয়া কোনও নতুন ঘটনা নয় তথাগত রায়ের কাছে। বলা চলে প্রায় প্রতিদিনই তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এধরনের বিতর্কিত বা উগ্র সাম্প্রদায়িক পোস্ট করেন। যার জন্য সমালোচিতও হন। তাঁর নিশানা থেকে রেহাই পাননি বিজেপির শীর্ষ নেতারাও। দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয় - কাউকেই রেয়াত করেননি তিনি। একাধিকবার দলীয় সংগঠনের দিশেহারা অবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in