People's Reporter: বেবী জানান, সমস্যা নির্ধারণে সরকার নির্দিষ্ট কিছু অঞ্চলে সমীক্ষা করে। ২০২১ থেকে প্রকল্পের কাজ শুরু হয়। সমীক্ষা থেকে ৬৪,০০৬ পরিবারকে চিহ্নিত করা হয়, যারা চরম দারিদ্র্যের মধ্যে ছিলেন।
People's Reporter: ছাত্র সংগঠন জানিয়েছে, কেরালা স্টোরি কোনও চলচ্চিত্র নয়। বিজয়ন বলেন, কেরালার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে অপমান করে, রাজ্যকে মানহানিকরভাবে উপস্থাপন করে, এমন চলচ্চিত্রকে সম্মানিত করা হয়েছে।
People's Reporter: জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে বিজয়ন জানিয়েছেন, দেশ বর্তমানে অঘোষিত জরুরি অবস্থার মধ্যে। ইন্দিরা গান্ধী যদি সংবিধানের অপব্যবহার করে থাকেন, তাহলে সংঘ পরিবার তা বাতিল করার চেষ্টা করছে।
People's Reporter: কেরালার বাম সরকারের উদ্যোগে ২০২১ সালের আগস্ট মাসে রাজ্য জুড়ে চরম দরিদ্রদের চিহ্নিত করা এবং তাদের সহায়তা দেবার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই কাজে নেতৃত্ব দেয় স্থানীয় স্বায়ত্তশাসন দপ্তর।
People's Reporter: সম্প্রতি ফড়নবীশ সরকারের মন্ত্রী নীতেশ রানে, তিনি কেরালা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, কেরালা মিনি পাকিস্তান বলেই সেখান থেকে রাহুল গান্ধী এবং তাঁর বোন নির্বাচনে জিতেছেন।
People's Reporter: কেরালায় বড়দিনের আগে এক স্কুলে বিশ্ব হিন্দু পরিষদ সদস্যদের হামলার নিন্দা করেন CPIM নেতা পিনারাই বিজয়ন। তিনি রাজ্যের মানুষকে সম্প্রীতি বজায় রেখে বড়দিনের উৎসবে শামিল হবার আহ্বান জানান।