রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফিরেছেন অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আর জি কর কাণ্ডের আবহে অভীক এবং বিরূপাক্ষের নাম প্রকাশ্যে আসে। সরকারি হাসপাতালে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপর মেডিক্যাল কাউন্সিল থেকে তাঁদের সাময়িক সরিয়ে দেওয়া হয়। সোমবার তাঁদের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর প্রতিবাদে সোমবার রাত থেকে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দফতরের সামনে অবস্থানে বসেছেন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’-এর প্রতিনিধিরা। বিস্তারিত পড়ুন
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন