
রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফিরেছেন অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আর জি কর কাণ্ডের আবহে অভীক এবং বিরূপাক্ষের নাম প্রকাশ্যে আসে। সরকারি হাসপাতালে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপর মেডিক্যাল কাউন্সিল থেকে তাঁদের সাময়িক সরিয়ে দেওয়া হয়। সোমবার তাঁদের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর প্রতিবাদে সোমবার রাত থেকে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দফতরের সামনে অবস্থানে বসেছেন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’-এর প্রতিনিধিরা। বিস্তারিত পড়ুন
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন