একনাথ শিন্ধে ও দেবেন্দ্র ফড়নবীশ
একনাথ শিন্ধে ও দেবেন্দ্র ফড়নবীশফাইল ছবি সংগৃহীত

3rd Dec News LIVE Updates: হাসপাতালে ভর্তি একনাথ শিন্ধে, পরশু মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ

People's Reporter: রাজ্য, দেশ, আন্তর্জাতিক সব খবরের আপডেট পেতে চোখ রাখুন পিপলস রিপোর্টারে।

অস্কারে মনোনয়ন পেল ইমন চক্রবর্তীর গান

ইমন চক্রবর্তী
ইমন চক্রবর্তীছবি ইমন চক্রবর্তীর ফেসবুক পেজ

ইমন চক্রবর্তীর গান জায়গা করে নিল অস্কারের বাছাই পর্বে। পুতুল নামক এক চলচ্চিত্রের 'মা' শীর্ষক গানটি গেয়েছিলেন ইমন। যে গান বিশ্বের অন্যান্য গানের সঙ্গে অস্কারের বাছাই পর্বে জায়গা পেয়েছে। আগামী বছরের মার্চ মাসে এই পুরস্কার ঘোষণা করা হবে। বিস্তারিত পড়ুন

বৈঠকে মেলেনি রফাসূত্র, পাইকারি ব্যবসায় ধর্মঘট, টান পড়তে পারে আলুর জোগানে 

মন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনও রফাসূত্র পাওয়া যায়নি। অন্যদিকে আলুর রফতানি আটকাতে অনড় অবস্থানে রয়েছে রাজ্য সরকার। ফলে আলুর পাইকারি বাজারে ধর্মঘট শুরু হয়েছে। যে কারণে আলুর জোগানে ঘাটতি হতে পারে এবং দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতালে ভর্তি মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হল মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধেকে। সূত্র অনুসারে, তাঁকে রুটিন চেক-আপ-এর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম এখনও ঘোষিত না হলেও শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য জোর তৎপরতা চলছে। আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ।

Dollar Vs Rupee: সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর; আমেরিকান ডলার শক্তিশালী হচ্ছে - মত অর্থ প্রতিমন্ত্রীর

সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল ভারতীয় টাকার দাম। মঙ্গলবার ১ আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম হয়েছে ৮৪.৭৬ পয়সা। মূলত বিভিন্ন দেশে ডলারের শক্তিশালী উপস্থিতি এবং ভারতীয় বাজার থেকে লাগাতার বিদেশী বিনিয়োগ বেরিয়ে যাবার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।

এদিন আন্তঃব্যাঙ্ক বিদেশী মুদ্রা লেনদেনে ভারতীয় টাকা খোলে ৮৪.৭৫ পয়সায়। এরপর তা আরও নেমে হয় ৮৪.৭৬ পয়সা। গতকাল সোমবার ১২ পয়সা নেমে আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম পৌঁছায় ৮৪.৭২ পয়সায়। বিস্তারিত পড়ুন।

'ইন্ডিয়া'র সাথে দূরত্ব তৈরি সমাজবাদী পার্টির

তৃণমূলের পর এবার ইন্ডিয়া মঞ্চের বিক্ষোভে গরহাজির সমাজবাদী পার্টি। মঙ্গলবার সংসদ চত্বরে আদানি ‘ঘুষকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ দেখান ইন্ডিয়া মঞ্চের সাংসদরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু বিক্ষোভে গরহাজির ছিলেন তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা। উল্লেখ্য, ইন্ডিয়া জোটে সাংসদের বিচারে দ্বিতীয় বৃহত্তম দল এসপি এবং তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। বিস্তারিত পড়ুন

নেটফ্লিক্স রিচার্জ করতে গিয়ে হ্যাকারদের কবলে গ্রাহকরা

নেটফ্লিক্স রিচার্জ করাতে গিয়ে হ্যাকারদের কবলে পড়ছেন গ্রাহকরা। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া-সহ মোট ২৩টি দেশের গ্রাহকরা বিপদের সম্মুখীন হয়েছেন। লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। নেটফ্লিক্সের নামে এসএমএস বা ইমেলে কোনও লিঙ্ক এলে তা ক্লিক করতে নিষেধ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।

সপ্তাহান্তেই ফিরছে শীতের আমেজ

সপ্তাহের শেষেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। তিন থেকে চার ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এমনটাই জানাল আবহাওয়া দপ্তর।

রাজ্যের আট মেডিক্যাল কলেজে ইডি তল্লাশি

ভর্তিতে দুর্নীতির অভিযোগে রাজ্যের আট মেডিক্যাল কলেজে তল্লাশি চালাচ্ছে ইডি। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করা হয়েছে অযোগ্যদের। বিস্তারিত পড়ুন

 জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস

মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে এ দিন তাঁর জামিন মামলার শুনানির কথা ছিল। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, চিন্ময়কৃষ্ণের হয়ে আদালতে মামলা লড়ার জন্য হাজির ছিলেন না কোনও আইনজীবী। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। 

সন্ন্যাসী চিন্ময় দাস
সন্ন্যাসী চিন্ময় দাস ফাইল ছবি

রাত পেরিয়ে এখনও অবস্থানে সিনিয়র ডাক্তাররা

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফিরেছেন অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আর জি কর কাণ্ডের আবহে অভীক এবং বিরূপাক্ষের নাম প্রকাশ্যে আসে। সরকারি হাসপাতালে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপর মেডিক্যাল কাউন্সিল থেকে তাঁদের সাময়িক সরিয়ে দেওয়া হয়। সোমবার তাঁদের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর প্রতিবাদে সোমবার রাত থেকে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দফতরের সামনে অবস্থানে বসেছেন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’-এর প্রতিনিধিরা। বিস্তারিত পড়ুন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in