Dollar Vs Rupee: সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর; আমেরিকান ডলার শক্তিশালী হচ্ছে - মত মন্ত্রীর

People's Reporter: কেন্দ্রীয় অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানান, ভারতীয় টাকা এখনও এশিয়ার সেরা মুদ্রা। তিনি আরও বলেন, ভারতীয় মুদ্রার দরে পতনের বড়ো কারণ ডলারের শক্তিশালী হওয়া।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল ভারতীয় টাকার দাম। মঙ্গলবার ১ আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম হয়েছে ৮৪.৭৬ পয়সা। মূলত বিভিন্ন দেশে ডলারের শক্তিশালী উপস্থিতি এবং ভারতীয় বাজার থেকে লাগাতার বিদেশী বিনিয়োগ বেরিয়ে যাবার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।

এদিন আন্তঃব্যাঙ্ক বিদেশী মুদ্রা লেনদেনে ভারতীয় টাকা খোলে ৮৪.৭৫ পয়সায়। এরপর তা আরও নেমে হয় ৮৪.৭৬ পয়সা। গতকাল সোমবার ১২ পয়সা নেমে আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম পৌঁছায় ৮৪.৭২ পয়সায়।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি ব্রিকস (BRICS) দেশগুলির প্রতি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তার জেরে দাম পড়েছে ভারতীয় টাকার। গত শনিবার ট্রাম্প বলেন, ব্রিকস ভুক্ত দেশগুলি যদি আমেরিকান ডলারকে কমজোরী করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ১০০ শতাংশ কর চাপানো হবে। উল্লেখ্য, ব্রিকস গোষ্ঠীর মধ্যে আছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং ইউএই।

যদিও টাকার দাম নেমে যাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানান, ভারতীয় টাকা এখনও এশিয়ার সেরা মুদ্রা হিসেবে আছে। বিভিন্ন দেশে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক বিবাদ সত্ত্বেও এই এশিয়ান মুদ্রা ভালো অবস্থানে আছে।

তিনি আরও বলেন, ভারতীয় মুদ্রার দরে পতনের সবথেকে বড়ো কারণ আমেরিকান ডলারের আরও শক্তিশালী হয়ে ওঠা।

যদিও ভারতীয় শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে বিদেশী বিনিয়োগের লাগাতার ভারতীয় বাজার থেকে বেরিয়ে যাবার কারণে ভারতীয় টাকার দরে চাপ বাড়ছে। সোমবারও বাজার থেকে ফরেন ইন্সটিটিউশানাল ইনভেস্টররা (এফআইআই) বড়ো অঙ্কের বিনিয়োগ তুলে নিয়েছে। শেয়ার বাজারের তথ্য অনুসারে গতকাল এফআইআই-রা শেয়ার বাজার থেকে ২৩৮.২৮ কোটি টাকা তুলে নিয়েছে।  

ছবি প্রতীকী
Sensex & Nifty: ৮৪.৩৭ - আমেরিকান ডলারের অনুপাতে সর্বকালীন সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর
ছবি প্রতীকী
Sensex: ডলারের অনুপাতে সর্বনিম্ন ভারতীয় টাকার দর - ডোনাল্ড ট্রাম্পের জয়ে সেনসেক্স, নিফটিতে বৃদ্ধি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in