Oscars 2025: অস্কারের মঞ্চে ইমন চক্রবর্তীর গান! খবর পেতেই আপ্লুত গায়িকা

People's Reporter: সারা বিশ্বের মধ্যে মোট ৮৯ টি গান এবং ১৪৬ টি আবহসঙ্গীত বেছে নেওয়া হয়েছে।
ইমন চক্রবর্তী
ইমন চক্রবর্তীফাইল ছবি - ইমন চক্রবর্তীর ফেসবুক পেজ
Published on

এবার অস্কারের মঞ্চে ইমন চক্রবর্তীর গান। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রথম বারের মতো কোনও বাঙালী সঙ্গীত শিল্পীর গান মনোনীত হল। সারা বিশ্বের মধ্যে মোট ৮৯ টি গান এবং ১৪৬ টি আবহসঙ্গীত প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ইমনের গান। খবর প্রকাশ্যে আসতেই খুশি গায়িকা।

ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ‘পুতুল’ ছবিতে সায়ন গাঙ্গুলীর সুরে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে। শিশু দিবস উপলক্ষ্যে গত ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে গানটি। ইমনের সঙ্গে এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতায় আছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

খবর জানতে পেরেই আপ্লুত ইমন। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, একরিয়েলিটি শো-এর সেটে থাকাকালীন সকাল ১১ টা নাগাদ তিনি ফোনে এই খবরটি পান। খবর পেয়েই প্রথমে সেটের এক বন্ধুকে জানান তিনি। এরপর স্বামী নীলাঞ্জন এবং বাবাকে এখনও পর্যন্ত জানিয়েছেন খবর।

রবীন্দ্রসঙ্গীতের হাত ধরে ইমনের গানের যাত্রা শুরু। এরপর ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালোবাসো’-র জন্য তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।

অস্কার কমিটির দ্বারা গঠিত সঙ্গীত ক্যাটাগরির জন্য নির্বাচিত দল মনোনীত ৮৯ গান ও ১৪৬ টি আবহসঙ্গীতের মধ্যে ১৫ টি গান এবং ২০ টি আবহসঙ্গীত বেছে নেবে। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম রাউন্ড নির্বাচন। ১৭ ডিসেম্বর বেছে নেওয়া হবে বাছাই করা গানগুলোর নাম। আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

এই খবর প্রকাশ্যে আসার পর এক সোশ্যাল মিডিয়া পোষ্টে ইমন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এক পোষ্টে তিনি লিখেছেন, "অভিনন্দন ইমন, সায়ন দা এবং পুতুলের পুরো টিমকে। তুমি আমাদের গর্বিত করেছো..."।

ইমন চক্রবর্তী
Vikrant Massey: ৩৭ বছরেই স্বেচ্ছাবসরের ঘোষণা বিক্রান্তের, হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে কী জানালেন অভিনেতা?
ইমন চক্রবর্তী
30th KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসব বয়কট ইন্ডাস্ট্রির একাধিক পরিচালকের! নেপথ্যে আরজি কর ইস্যু?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in