

এবার অস্কারের মঞ্চে ইমন চক্রবর্তীর গান। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রথম বারের মতো কোনও বাঙালী সঙ্গীত শিল্পীর গান মনোনীত হল। সারা বিশ্বের মধ্যে মোট ৮৯ টি গান এবং ১৪৬ টি আবহসঙ্গীত প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ইমনের গান। খবর প্রকাশ্যে আসতেই খুশি গায়িকা।
ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ‘পুতুল’ ছবিতে সায়ন গাঙ্গুলীর সুরে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে। শিশু দিবস উপলক্ষ্যে গত ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে গানটি। ইমনের সঙ্গে এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতায় আছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।
খবর জানতে পেরেই আপ্লুত ইমন। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, একরিয়েলিটি শো-এর সেটে থাকাকালীন সকাল ১১ টা নাগাদ তিনি ফোনে এই খবরটি পান। খবর পেয়েই প্রথমে সেটের এক বন্ধুকে জানান তিনি। এরপর স্বামী নীলাঞ্জন এবং বাবাকে এখনও পর্যন্ত জানিয়েছেন খবর।
রবীন্দ্রসঙ্গীতের হাত ধরে ইমনের গানের যাত্রা শুরু। এরপর ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালোবাসো’-র জন্য তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।
অস্কার কমিটির দ্বারা গঠিত সঙ্গীত ক্যাটাগরির জন্য নির্বাচিত দল মনোনীত ৮৯ গান ও ১৪৬ টি আবহসঙ্গীতের মধ্যে ১৫ টি গান এবং ২০ টি আবহসঙ্গীত বেছে নেবে। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম রাউন্ড নির্বাচন। ১৭ ডিসেম্বর বেছে নেওয়া হবে বাছাই করা গানগুলোর নাম। আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
এই খবর প্রকাশ্যে আসার পর এক সোশ্যাল মিডিয়া পোষ্টে ইমন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এক পোষ্টে তিনি লিখেছেন, "অভিনন্দন ইমন, সায়ন দা এবং পুতুলের পুরো টিমকে। তুমি আমাদের গর্বিত করেছো..."।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন