
একের পর এক দুর্দান্ত হিট ছবি থেকে ওয়েব সিরিজ - বর্তমান সময়ের বলিউডের অন্যতম সেরা অভিনেতা বিক্রান্ত ম্যাসি। খ্যাতির চূড়ান্ত পর্যায়ে এসে মাত্র ৩৭ বছর বয়সেই স্বেচ্ছাবসর ঘোষণা করলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা। বিক্রান্তের পোষ্ট দেখে হতভম্ব তাঁর অগণিত ভক্ত।
সোমবার গভীর রাতে সমাজ মাধ্যমে একটি পোষ্ট করেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতা লেখেন, ‘গত কয়েক বছর দারুণ কেটেছে। আপনাদের প্রত্যেককে পাশে থাকার জন্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এবার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত, এক জন স্বামী, বাবা ও ছেলে হিসেবে। এবং অবশ্যই এক জন অভিনেতা হিসেবে।‘
অভিনেতা আরও লেখেন, ‘আগামী ২০২৫ সালে আমাকে শেষ বারের মতো দেখা যাবে পর্দায়। যত দিন না সঠিক সময় আসছে আবার। সকলকে আবারও ধন্যবাদ সমস্ত কিছুর জন্য।‘ বিবৃতির শেষে লেখেন, ‘চিরকালের জন্য ঋণী।‘ তবে এই স্বেচ্ছাবসরের কারণ স্পষ্ট করেননি অভিনেতা। এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও কোনও উল্লেখ নেই সাম্প্রতিক পোষ্টে।
বিক্রান্ত ম্যাসির এই পোষ্টের পর হতভম্ব তাঁর অনুরাগীরা। প্রিয় অভিনেতার এই সিদ্ধান্ত বিশ্বাস করতে পারছে না অনেকেই। তাঁর পোষ্টের নীচে একজন লেখেন, ‘আশা করছি এটা যেন সঠিক খবর না হয়।‘ অন্য একজন লেখেন, ‘আপনি কেন বলিউডের দ্বিতীয় ইমরান খান হতে চাইছেন? আমারা একজনকে হারিয়েছি, কারণ তিনি পরিবারকে বেছে নিয়েছিলেন।‘ আরও একজন লিখেছেন, 'আপনি তো কেরিয়ারের মধ্যগগনে, তাহলে এরকম সিদ্ধান্ত কেন?’
টেলিভিশন দিয়ে নিজের অভিনয় জগতের যাত্রা শুরু করেছিলেন বিক্রান্ত ম্যাসি। ‘ধুম মাচাও ধুম’ ছিল তাঁর প্রথম টেলিভিশন শো। এরপর ২০০৯ সালে ‘বালিকা বধূ’তে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘লুটেরা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিক্রান্তের। ওই ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ২০২৩ সালে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় বিক্রান্তের অভিনয় নজর কেড়েছিল। এছাড়া ‘হাসিনা দিলরুবা’, ‘ফের হাসিনা দিলরুবা’ এবং ‘দ্য সবরমতী রিপোর্ট’ –এ প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত। পাশাপাশি, ‘মির্জাপুর’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ –এর মতো হিট ওয়েবসিরিজে অভিনয় করেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন