ED Raids: ভর্তিতে দুর্নীতি! রাজ্যের আট মেডিক্যাল কলেজে তল্লাশি ইডির

People's Reporter: সকাল থেকে তল্লাশি চলছে তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের হলদিয়ার বাড়িতে। পাশাপাশি, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও চলছে তল্লাশি।
রাজ্যের আট এবং দেশের ২৮ টি মেডিক্যাল কলেজে তল্লাশি ইডির
রাজ্যের আট এবং দেশের ২৮ টি মেডিক্যাল কলেজে তল্লাশি ইডির ফাইল চিত্র - সংগৃহীত
Published on

মঙ্গলবার সাত সকালে ফের রাজ্যজুড়ে তল্লাশি ইডির। মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির তদন্তে এদিন সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের আট বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, মেডিক্যাল কলেজগুলোর পাশাপাশি তল্লাশি চলছে মালিকের বাড়িতেও।

ভর্তিতে দুর্নীতির অভিযোগে শুধু রাজ্যেই নয়, তল্লাশি চলছে দেশের ২৮ টি বেসরকারি কলেজেও। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করা হয়েছে অযোগ্যদের। এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতি মামলায় আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই মামলায় তদন্তে নেমেছে ইডি। সুপ্রিম কোর্টের ক্ষোভের পর এই মামলায় সক্রিয় হয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই রাজ্য-সহ গোটা দেশের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

জানা গেছে, সকাল থেকে তল্লাশি চলছে তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের হলদিয়ার বাড়িতে। পাশাপাশি, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও চলছে তল্লাশি। এছাড়া বীরভূমের একটি মেডিক্যাল কলেজে চলছে তল্লাশি। বীরভূম মেডিক্যাল কলেজের মালিক মলয় পীট। এই মলয় পীটের নাম জড়িয়েছিল গরু পাচার, নিয়োগ দুর্নীতি মামলায়। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত এই মলয় পীট।

এছাড়া পশ্চিম বর্ধমানের তিনটি মেডিক্যাল কলেজে তলছে তল্লাশি। জেলার পাশাপাশি কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজ এবং মালিকের বাড়িতে চলছে তল্লাশি।

রাজ্যের আট এবং দেশের ২৮ টি মেডিক্যাল কলেজে তল্লাশি ইডির
Mohan Bhagwat: কমপক্ষে তিন সন্তান নেওয়ার নিদান সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in