North Bengal: উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে সৌরভ গাঙ্গুলির ফাউন্ডেশন!

People's Reporter: সৌরভ গাঙ্গুলি বলেন, এই মুহূর্তে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া আমাদের কর্তব্য।
North Bengal: উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে সৌরভ গাঙ্গুলির ফাউন্ডেশন!
ছবি - সংগৃহীত
Published on

শিলিগুড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সৌরভ গাঙ্গুলির ফাউন্ডেশন ও ইসকন। এই দুই সংস্থা যৌথভাবে শিলিগুড়ি ও তার আশেপাশে আড়াই হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে রোজ রান্না করা পুষ্টিকর খাবার সরবরাহ করছে।

কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, "বাংলার মানুষের সেবায় ইসকনের পাশে দাঁড়ানোর জন্য আমরা সৌরভ গাঙ্গুলি ও তাঁর ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ। কোভিড-১৯ সংকটের সময়ও তিনি আমাদের মাধ্যমে কলকাতায় বহু পরিবারে অন্নসংস্থানের বন্দোবস্ত করেছিলেন। যা অনেকের কাছে অনুপ্রেরণার। বর্তমানে উত্তরবঙ্গ যখন বিপর্যয়ের সম্মুখীন, তখন আমাদের লক্ষ্য কাউকে যেন অনাহারে থাকতে না হয়। এটিই বাংলার আসল চেতনা।"

সৌরভ গাঙ্গুলির কথায়, "এই মুহূর্তে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। বন্যা ও ভূমিধসে এত মানুষের জীবন বিঘ্নিত হতে দেখে খুব খারাপ লাগছে। প্রাকৃতিক দুর্যোগ অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করেছে। এই সময়ে আমাদের একত্রিত হয়ে দুর্গতদের সাহায্য করা উচিত"।

তিনি আরও বলেন, আমি সব সময় ইসকনের অক্লান্ত মানবিক কাজের প্রশংসা করি - তা বন্যা, ভূমিকম্প, যুদ্ধক্ষেত্র বা কোভিড-১৯ মহামারী যা-ই হোক না কেন। অন্নসংস্থান-সহ নিঃস্বার্থভাবে মানবজাতির সেবা এই সংস্থা যেভাবে করে থাকে তা অনুপ্রেরণামূলক। এই মহৎ কাজে ইসকনের সঙ্গে আবারও সহযোগিতা করতে পারা আমার ফাউন্ডেশনের জন্য সম্মানের বিষয়।

North Bengal: উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে সৌরভ গাঙ্গুলির ফাউন্ডেশন!
IND vs WI Test: দুরন্ত ক্যাম্পবেল, ২২ বছর পর ভারতের মাটিতে সেঞ্চুরি কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের!
North Bengal: উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে সৌরভ গাঙ্গুলির ফাউন্ডেশন!
Rashid Khan: আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে ওডিআই-তে ২০০ উইকেট রাশিদের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in