
ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন জন ক্যাম্পবেল। ২০০২ সালের পর কোনও ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার হিসেবে ভারতের মাটিতে সেঞ্চুরি করলেন তিনি।
২৪৮ রান করে ফলো-অন খাওয়ার পর পুনরায় ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল এবং শাই হোপ ১৭৭ রানের পার্টনারশিপ গড়েন। ১৯৯ বল খেলে ১১৫ রান করে আউট হন ক্যাম্পবেল।
দু'বছর পর ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন ক্যাম্পবেল। এর আগে ব্রেথওয়েট এবং টি চন্দ্রপল জিম্বাবোয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ২০০৬ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন ক্যাম্পবেল এবং ২০০২ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার হিসেবে ভারতের মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন।
২০০২ সালে বাভেল হিন্ডস কলকাতায় সেঞ্চুরি করেছিলেন। ২০০৬ সালে ড্যারেন জি বাসেটেরেতে সেঞ্চুরি করেন। দিল্লিতে সেঞ্চুরি করলেন ক্যাম্পবেল।
ক্যাম্পবেলের পর সেঞ্চুরি করলেন শাই হোপও। ২১৪ বলে ১০৩ রান করে আউট হন হোপ। তাঁকে ফেরান মহম্মদ সিরাজ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ রানে অপরাজিত আছেন অধিনায়ক রস্টন চেজ।
ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ২৫২। ২টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ১টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ক্যারিবিয়নরা এখন ভারতের থেকে ৪ রানের লিডে রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন