
বিশ্বের প্রথম অ্যাক্টিভ ফুটবলার হিসেবে বিলিওনেয়ার হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে তিনিই বিশ্বের ধনীতম ফুটবলার। সৌদির ক্লাব আল নাসেরের সাথে নতুন চুক্তিবদ্ধ হওয়ার পরই এই তকমা পেলেন তিনি।
দীর্ঘদিন ধরে বিশ্বের ধনীতম ফুটবলার হিসেবে লড়াই চলেছে মেসি এবং রোনাল্ডোর মধ্যে। তবে এবার আয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে গেলেন সি আর সেভেন। সৌদি আরবে খেলোয়াড়দের আয়ের উপর কোনো কর না থাকায় আয়ের দিক থেকে সুবিধা পাচ্ছেন রোনাল্ডো।
Bloomberg-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনাল্ডোর বর্তমান সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপে খেলার সময় ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি বেতনের মাধ্যমে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিলেন।
ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও তাঁর আয় বিপুল। Nike-এর সঙ্গে দশ বছরের চুক্তি থেকে তিনি বছরে ১৮ মিলিয়ন ডলার উপার্জন করেন। এছাড়া Armani ও Castrol-এর মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে এসেছে আরও ১৭৫ মিলিয়ন ডলার।
২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে তিনি প্রতি বছর করমুক্ত ২০০ মিলিয়ন ডলার বেতন ও বোনাস পাচ্ছেন। পাশাপাশি ৩০ মিলিয়ন ডলারের সাইনিং বোনাসও পান তিনি।
২০২৫ সালের জুনে তিনি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন। চুক্তি হয়েছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। এর পাশাপাশি ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও পেয়েছেন তিনি। ফলে তিনি অবসর পরবর্তী সময়েও বিশ্বের ধনীতম ক্রীড়াবিদ হিসেবে নিজের আসন ধরে রাখতে পারবেন বলেই অনেকে মনে করছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন