FIFA World Cup Qualifier: জোড়া গোল সালাহর, ৮ বছর পর ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন মিশরের

People's Reporter: কাসাব্লাঙ্কায় জিবুতির বিরুদ্ধে ৩-০ গোলে জয় নিশ্চিত করেছে মিশর। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করে মূলপর্বে উঠলেন সালহারা।
মহম্মদ সালাহ
মহম্মদ সালাহছবি - ইজিপ্ট ন্যাশনাল টিমের ফেসবুক পেজ
Published on

৮ বছর পর ফিফা বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করল মিশর। যোগ্যতা অর্জন পর্বে জোড়া গোল করে দেশের জয় নিশ্চিত করলেন মহম্মদ সালাহ।

কাসাব্লাঙ্কায় জিবুতির বিরুদ্ধে ৩-০ গোলে জয় নিশ্চিত করেছে মিশর। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করে মূলপর্বে উঠলেন সালাহরা। মিশরের হয়ে দুটি গোল করেন মহম্মদ সালাহ এবং একটি গোল করেন ইব্রাহিম আদেল।

আফ্রিকার মধ্যে তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মিশর। এর আগে মরক্কো এবং তিউনিসিয়া কোয়ালিফাই করেছে।

অতীতে তিনবার বিশ্বকাপ খেলেছে মিশর। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। গত বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছেছিল মরক্কো। আর তিউনিসিয়া ছিটকে গিয়েছিল গ্রুপ পর্বেই।

অন্যদিকে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে ঘানা। থমাস পার্টে প্রথম গোল করেন, এরপর গোল করেন মহম্মদ সালিসু, আলেকজান্ডার ডিজিকু, অধিনায়ক জর্ডান আয়েউ এবং কামালদিন সুলেমানা। নিজেদের শেষ ম্যাচে কোমোরোসের বিপক্ষে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন নিশ্চিত হবে ঘানার।

ত্রিপোলিতে দারুণ নাটকীয় ম্যাচে কেপ ভার্দে লিবিয়ার বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও সেই ম্যাচ ৩-৩ ব্যবধানে ড্র করে। সোমবার এসওয়াতিনিকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ‘ব্লু শার্কস’ হিসেবে পরিচিত কেপ ভার্দে। অন্যদিকে, ক্যামেরুন শেষ মুহূর্তে মরিসাসকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রেখেছে।

মহম্মদ সালাহ
Inter Kashi: আইএসএলের অনিশ্চয়তার মাঝেই ইন্টার কাশিকে আইএসএলে ক্লিনচিট ফেডারেশনের!
মহম্মদ সালাহ
Aman Sehrawat: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন! কেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in