Inter Kashi: আইএসএলের অনিশ্চয়তার মাঝেই ইন্টার কাশিকে আইএসএলে ক্লিনচিট ফেডারেশনের!

People's Reporter: সুপ্রিম কোর্টের ক্লিনচিট পেয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তিনি আশ্বাস দিয়েছেন ডিসেম্বর মাসেই হবে আইএসএল।
ইন্টার কাশী
ইন্টার কাশীছবি - সংগৃহীত
Published on

এখনও আইএসএল হবে কিনা ঠিক নেই আবার হলেও কবে হবে তার নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি তার আগেই ইন্টার কাশিকে আইএসএল খেলার ছাড়পত্র দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

ফেডারেশন মিটিংয়ের পরে এক বিবৃতিতে জানায়, 'দীর্ঘ আলোচনার পর এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে। ফিফার সদস্য হিসেবে ফেডারেশন ক্যাসের সিদ্ধান্তকে সম্মান করে। আই লিগ ও ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আগামী মরশুমের আইএসএলের জন্য ছাড়পত্র দিচ্ছে। ইন্টার কাশী আইএসএলের আর্থিক ও টেকনিক্যাল সমস্ত নিয়মও পূরণ করেছে।’

আইনি জটিলতার পরে আই লিগে গত মরসুমে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় উত্তরপ্রদেশের ইন্টার কাশিকে। এই দলের কোচ আইএসএল সর্বোচ্চবার জয়ী কোচ আন্তেনিও লোপেজ হাবাস। এরফলে আইএসএল হবে ১৪ দলের।

সুপ্রিম কোর্টের ক্লিনচিট পেয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তিনি আশ্বাস দিয়েছেন ডিসেম্বর মাসেই হবে আইএসএল। শেষ হবে আগামী বছরে মে মাসে। তবে এফএসডিএল থাকবে না অন্য কোনো সংস্থা তা এখনও ঠিক নয়।

ইন্টার কাশী
Aman Sehrawat: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন! কেন?
ইন্টার কাশী
Lionel Messi: যুবভারতীতে মেসি ম্যাজিকের অপেক্ষা, কবে থেকে মিলবে টিকিট?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in