Aman Sehrawat: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন! কেন?

People's Reporter: মঙ্গলবার ESPN–এর একটি প্রতিবেদনে জানানো হয়, ১৩ থেকে ২১ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাটি। সেখানে নির্ধারিত ওজনসীমা থেকে ১.৭ কেজি বেশি ওজন ছিল আমনের।
Aman Sehrawat: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন! কেন?
Published on

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় কুস্তিগীর আমন শেরাওয়াতকে সাসপেন্ড করল ভারতের কুস্তি ফেডারেশন (WFI)। সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে নির্ধারিত ওজনের থেকে বেশি পরিমাণ ওজন ছিল আমনের। সেই কারণেই তাঁকে সবধরণের প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করা হয়েছে।

মঙ্গলবার ESPN–এর একটি প্রতিবেদনে জানানো হয়, ১৩ থেকে ২১ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাটি। সেখানে নির্ধারিত ওজনসীমা থেকে ১.৭ কেজি বেশি ওজন ছিল আমনের। ফলে টুর্নামেন্টে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। এই টুর্নামেন্টে অন্তিম পোঙ্গাল (মহিলাদের ৫৩ কেজি বিভাগ) একমাত্র ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

ডব্লিউএফআই-এর চিঠিতে বলা হয়েছে, "আমন শেরাওয়াতকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এক বছরের জন্য সবধরনের কুস্তি সংক্রান্ত কার্যক্রম থেকে বরখাস্ত করা হচ্ছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক।”

২৩ সেপ্টেম্বর অমানকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। ২৯ সেপ্টেম্বর তিনি জবাব দিলেও তা ডব্লিউএফআই-এর শৃঙ্খলা কমিটি ‘অসন্তোষজনক’ বলে ঘোষণা করে। সংস্থার মতে, একজন অলিম্পিক পদকজয়ী হিসেবে তাঁর কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের প্রত্যাশা ছিল।

এছাড়াও, অমানের প্রধান কোচ জগমন্দর সিং এবং তাঁর সাপোর্ট স্টাফের তিন সদস্য - বিনোদ, বীরেন্দ্র ও নরেন্দ্রকেও ওজন নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আমন ২০২৪ প্যারিস অলিম্পিকে পুরুষদের ৫৭কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ও ২০২২ এশিয়ান গেমসে দেশের হয়ে ব্রোঞ্জ পদক এনেছিলেন।

Aman Sehrawat: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন! কেন?
Lionel Messi: যুবভারতীতে মেসি ম্যাজিকের অপেক্ষা, কবে থেকে মিলবে টিকিট?
Aman Sehrawat: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন! কেন?
BCCI: গম্ভীরের জন্যই অবসর রোহিত-বিরাটদের! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ক্রিকেটারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in