
ভারতীয় কোচ গৌতম গম্ভীরের জন্যই অবসর নিতে বাধ্য হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত তারকারা! এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট এবং টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে রোহিতের বদলে অধিনায়ক করা হয়েছে শুবমন গিলকে। সমাজমাধ্যমে বিসিসিআই-র এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ইনসাইডস্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বলেন, গম্ভীর ইচ্ছে করে সেই সব অভিজ্ঞ খেলোয়াড়দের সরিয়ে দিচ্ছেন। যাতে তাঁর সিদ্ধান্তের কোনও বিরোধিতা না হয়। তিনি বলেন, “যদি সিনিয়র খেলোয়াড়রা, যেমন অশ্বিন, রোহিত বা বিরাট দলে থাকেন, তাহলে তারা অনেক বেশি অভিজ্ঞ। তাঁরা একাধিক প্রশ্ন তুলতে পারেন। তাই নিশ্চিত করা হয়েছে যেন এঁরা কেউ আর দলে না থাকে।”
তিনি আরও বলেন, "এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক কিছুই ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না। অশ্বিন অবসর নিয়েছেন, রোহিত ও বিরাটও সরে গেছেন। অনেক সময় দেখা গেছে হঠাৎ করে কিছু খেলোয়াড়কে দলে নিয়ে সরাসরি একাদশে রাখা হচ্ছে। গম্ভীরের সিদ্ধান্তে ধারাবাহিকতা নেই"।
তিওয়ারি এও বলেন, "আমি মনে করি, রোহিত ও বিরাট ভারতীয় ক্রিকেটের অসাধারণ সেবক। তাঁরা ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। যদি গম্ভীর ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও বিরাটকে অন্তর্ভুক্ত না করেন, তা হবে খুবই খারাপ সিদ্ধান্ত"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন