
প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন সিদরা আমিন। তিনিই প্রথম পাকিস্তানি মহিলা ব্যাটার যিনি ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ছয় মারলেন।
রবিবার মহিলা বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে ৮৮ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। ভারতীয় বোলারদের দাপটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। একাই লড়াই চালান সিদরা আমিন। ১০৬ বলে ৮১ রান করে আউট হন তিনি।
নিজের ইনিংসে ৯টি চার এবং ১টি ছয় মারেন সিদরা আমিন। এতদিন কোনও পাকিস্তানি মহিলা ব্যাটার ভারতের বিরুদ্ধে ছয় মারতে পারেননি। পাশাপাশি ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বাধিক রানও করলেন তিনি। ২০১৩ সালে কটকে ভারতের বিরুদ্ধে ৬৮ রান করে ছিলেন পাকিস্তানের নিদা দার। সেই রানকেও ছাপিয়ে গেলেন সিদরা আমিন।
উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রান করেন স্মৃতি মন্ধানারা। জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মুনিবা আলি ২ রানে করে রান আউট হন। সাদাফ ফেরেন ৬ রানে এবং আলিয়া রিয়াজ মাত্র ২ রান করে আউট হন। এরপর সিদরা আমিন এবং নাতালিয়া পারভেজের মধ্যে ৬৯ রানের পার্টনারশিপ হয়। নাতালিয়াকে ৩৩ রানে আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন ক্রান্তি গৌড়। ৪৩ ওভারে ১৫৯ রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়। পাক মহিলা দলের হয়ে একাই লড়েন সিদরা আমিন (১০৬ বলে ৮১ রান)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন