
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারাল ভারত। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অক্ষত থাকল ভারতের জয়ের রেকর্ড। এর আগে ১১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। রবিবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে ব্যবধান ১২-০ করল ভারতের মহিলা ব্রিগেড।
মহিলা বিশ্বকাপে শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারাল ভারত। রবিবার কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রান করেন স্মৃতি মন্ধানারা। ৩১ রান করেন ওপেনার প্রতীকা রাওয়াল, ২৩ রানে আউট হন স্মৃতি। ১৯ রানে আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪৬ রানে ফিরতে হয় হারলিন দেওয়ালকে। জেমিমা ৩২, দীপ্তি শর্মা ২৫ এবং স্নেহ রানা ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
প্রথমে ভালো শুরু করলেও পরে রান রেট অনেকটাই কমে যায় ভারতের। শেষে রিচা ঘোষের (২০ বলে ৩৫) ঝোড়ো ব্যাটিং-র উপর ভর করে ভারত ৫০ ওভারে ২৪৭ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মুনিবা আলি ২ রানে করে রান আউট হন। সাদাফ ফেরেন ৬ রানে এবং আলিয়া রিয়াজ মাত্র ২ রান করে আউট হন। এরপর সিদরা আমিন এবং নাতালিয়া পারভেজের মধ্যে ৬৯ রানের পার্টনারশিপ হয়। নাতালিয়াকে ৩৩ রানে আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন ক্রান্তি গৌড়। ৪৩ ওভারে ১৫৯ রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়। পাক মহিলা দলের হয়ে একাই লড়লেন সিদরা আমিন (১০৬ বলে ৮১ রান)।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মা। ২টি উইকেট নেন স্নেহ রানা।
এর আগে ভারত ১১ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। যেখানে ১১টি ম্যাচেই হারতে হয়েছিল পাকিস্তানকে। যার মধ্যে ৪টি ম্যাচ বিশ্বকাপ মঞ্চে ছিল। আজকে জিতে ১২-০ ব্যবধানে জয়ের রেকর্ড বজায় রাখল ভারত।
ভারত ৯ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১২ অক্টোবর, রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবেন স্মৃতি মন্ধানারা। ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ অক্টোবর বিপক্ষে থাকবে নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন