
প্রকাশিত হল চলতি বছরের আইএফএ শিল্ড এর সুচি। আগামী ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ১৮ অক্টোবর। রাজ্য থেকে ইস্টবেঙ্গল,মোহনবাগান ছাড়াও খেলবে ইউনাইটেড এফসি। এছাড়াও এবারের প্রতিযোগিতায় অংশ নেবে আই লিগের শ্রীনিধি ডেকান,গোকুলাম কেরালা আর নামধারী এফসি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী স্টেডিয়াম এবং নৈহাটিতে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এবারের আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আলাদা গ্রুপে পড়ায় গ্রুপ লিগে দুই প্রধানের মুখোমুখি হওয়ার সম্ভবনা নেই। গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে আছে শ্রীনিধি ডেকান ও নামধারী এফসি। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে মোহনবাগান গ্রুপে লড়বে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে।
লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই এবার আইএফএ শিল্ডের সূচনা হতে চলেছে। আগামী ৮ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৪ তারিখ নামধারীর বিরুদ্ধে।
অন্যদিকে, মোহনবাগানের প্রথম ম্যাচ ৯ অক্টোবর। ওইদিন সবুজ-মেরুনের মুখোমুখি হবে গোকুলাম কেরালা। ১৫ অক্টোবর মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড। যদিও কোন ম্যাচ কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
কলকাতা ফুটবলের আর এক প্রধান দল মহামেডান স্পোর্টিং আইএফএ শিল্ডে খেলবে না বলে জানিয়েছে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত দীর্ঘদিন পরে শিল্ড চালু করতে পেরে খুশি। তার কথায়,'এবার কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই আইএফএ শিল্ডের যাত্রা শুরু হবে। কলকাতার দলগুলোর খেলা কলকাতাতে করার চেষ্টা করছি, যাতে সবাই যেতে পারে। দু-একটা ম্যাচ হয়তো জেলার মাঠেও হবে।বিজয়ার পরে সবাই মিষ্টি খাওয়ায় আমাদের জন্য ফুটবলটাই মিষ্টি। আগামী বছর থেকে ফেডারেশনকে বলব আইএফএ শিল্ড এর আলাদা উইন্ডো করতে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন