
অস্ট্রেলিয়া সফরে একদিনের ও টি-২০ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। ওডিআই দলে রাখা হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। তবে অধিনায়ক করা হয়েছে শুবমন গিলকে।
অধিনায়ক হিসেবে রোহিত যুগের অবসান। অস্ট্রেলিয়া সফরে ভারতের একদিনের দলে অধিনায়ক করা হল শুবমন গিলকে। শনিবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রেখেই ১৫ সদস্যের একদিনের দল ঘোষণা করা হয়েছে। রোহিত এবং বিরাটকে যে দলে রাখা হবে তা একপ্রকার নিশ্চিত ছিল। তবে অধিনায়ক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে সংশয় ছিল।
রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুবমন গিল ছাড়াও একদিনের দলে রাখা হয়েছে শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।
সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দলে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুবমন গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারতের একদিনের সিরিজ। দ্বিতীয় একদিনের ম্যাচ রয়েছে ২৩ অক্টোবর এবং দুই দেশ তৃতীয় ম্যাচ খেলবে আগামী ২৫ অক্টোবর।
একদিনের সিরিজের পর ৫ ম্যাচের টি-২০ সিরিজও খেলবে ভারত। প্রথম টি-২০ হবে ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর, তৃতীয় টি-২০ ম্যাচ হবে ২ নভেম্বর, চতুর্থ ম্যাচ ৬ নভেম্বর এবং পঞ্চম টি-২০ অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন