
একজনের বয়স ৩৮ এবং অন্যজনের ৪০। তাঁদের খেলা দেখলে এবং গোল পরিসংখ্যান দেখলে মনেই হবে না যে অবসরের খুব কাছে তাঁরা। আজও ফুটবল বিশ্ব ভাগ হয় এই দুই তারকার জন্য। একদিকে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি এবং অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই তারকার কাছ থেকেই ১০০০টি গোল দেখতে মরিয়া সমর্থকরা।
বয়স যে কেবল সংখ্যা মাত্র তা মেসি এবং রোনাল্ডো নিজেদের গোল করা এবং গোল করানোর পরিসংখ্যান দিয়েই বুঝিয়ে দিচ্ছেন। ফুটবল বিশ্বে এখনও পর্যন্ত কোনও ফুটবলারই ১০০০ গোল করতে পারেননি। তবে মেসি এবং রোনাল্ডো সেই রেকর্ডের অনেকটাই কাছে। যদিও মেসির থেকে গোলসংখ্যায় এগিয়ে রোনাল্ডো।
লিও মেসি ১১২৩ ম্যাচে ৮৮২টি গোল করেছেন (সমস্ত ফরম্যাট মিলিয়ে)। সেখানে রোনাল্ডো ১২৮৮ ম্যাচে ৯৪৫টি গোল করেছেন। তবে গোল করতে সাহায্য করাতে সি আর সেভেনের থেকে অনেকটাই এগিয়ে লিও। মেসির অ্যাসিস্ট সংখ্যা ৩৯১টি এবং রোনাল্ডোর অ্যাসিস্ট সংখ্যা ২৫৮।
৬৬টি হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো, মেসির রয়েছে ৫৯টি। লিও ১৪৩টি পেনাল্টি শট থেকে ১১১টি গোল করতে সক্ষম হয়েছেন। সেখানে পর্তুগিজ তারকা ২১১টি পেনাল্টি থেকে ১৭৮টি গোল করেছেন। ফ্রি কিক থেকে ৬৯টি গোল করেছেন মেসি। ৬৪টি করেছেন রোনাল্ডো।
বক্সের বাইরে থেকে গোলসংখ্যায় এগিয়ে লিও। তিনি করেছেন ১০২টি গোল এবং রোনাল্ডো করেছেন ৭১টি। বক্সের মধ্যে থেকে রোনাল্ডো গোল করেছেন ৬৩২টি এবং লিও করেছেন ৬০০টি।
৭৪১টি গোল মেসি বাঁ পা দিয়ে করেছেন। রোনাল্ডো করেছেন ১৮০টি। আবার ডান পা দিয়ে মেসি করেছেন ১০৯টি গোল কিন্তু রোনাল্ডোর দখলে রয়েছে ৬০৮টি গোল। হেডে মাত্র ২৮টি গোল করেছেন মেসি। সেখানে ১৫৫টি হেড দিয়ে গোল করেছেন সি আর সেভেন।
মেসি এবং রোনাল্ডো এখনও আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইন্টার মিয়ামির হয়েছে একের পর এক গোল করে চলেছেন মেসি। অন্যদিকে আল নাসেরের হয়েও অনবদ্য পারফর্ম করছেন ক্রিশ্চিয়ানো। অনেকেই বলছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর দুই তারকা অবসর নেবেন। এখন দেখার দুই তারকাই ১০০০ গোল করে অবসর নেন নাকি তার আগেই ফুটবলকে বিদায় জানান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন