Ballon d'Or: ২০২৫ ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন ডেম্বেলে, মহিলা ফুটবলে রেকর্ড বোনমাতির!

People's Reporter: এই প্রথম ব্যালন ডি’অর জিতলেন পিএসজি তারকা ওস্মান ডেম্বেলে। মঞ্চে উঠে রীতিমতো আবেগে ভাসেন ডেম্বেলে। নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনার প্রসঙ্গও তোলেন।
আইতানা বোনমাতি এবং ওসমান ডেম্বেলে
আইতানা বোনমাতি এবং ওসমান ডেম্বেলেছবি - ব্যালন ডি'অরের ফেসবুক পেজ
Published on

লামিনে ইয়ামালকে পিছনে ফেলে ৬৯তম ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন হলেন পিএসজি-র ওসমান ডেম্বেলে। পাশাপাশি বর্ষসেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পেল পিএসজি। অন্যদিকে মহিলাদের ফুটবলে টানা তৃতীয়বারের জন্য ব্যালন ডি’অর জয়ী হলেন বার্সেলোনার আইতানা বোনমাতি। কোপা ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হল ‘ওয়ান্ডার কিড’ ইয়ামালকে।

সোমবার প্যারিসের থিয়েত্র দ্য শাতলে আয়োজিত অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো থেকে শুরু করে পর্তুগাল কিংবদন্তি লুই ফিগো, স্পেনের প্রাক্তন তারকা আন্দ্রে ইনিয়েস্তা সহ অন্যান্য প্রাক্তন তারকারাও উপস্থিত ছিলেন। ব্যালন ডি’অর জেতার সেরা দুই দাবিদার ছিলেন ওস্মান ডেম্বেলে (পিএসজি/ফ্রান্স) এবং লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)। তবে বাজিমাত করেন ডেম্বেলে। দ্বিতীয় স্থানে থাকেন ইয়ামাল।

এই প্রথম ব্যালন ডি’অর জিতলেন পিএসজি তারকা। মঞ্চে উঠে রীতিমতো আবেগে ভাসেন ডেম্বেলে। নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনার প্রসঙ্গও তোলেন। তাঁকে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন ডেম্বেলে।

পাশাপাশি পুরুষদের বর্ষসেরা ক্লাব হিসেবে নির্বাচিত হল পিএসজি। গত মরসুমে, লিফ ওয়ান, কুপ দ্য ফ্রান্স এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পূর্ণ করে। ফলে বর্ষসেরা ক্লাবের খেতাব জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। মহিলা ক্লাবের মধ্যে সেরার সেরা হয়েছে আর্সেনাল।

মহিলাদের বিভাগে ইতিহাস গড়লেন আইতানা বোনমাতি। বার্সেলোনার এই মিডফিল্ডার টানা তৃতীয়বারের জন্য ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়লেন। তিনি গত মরসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে নেতৃত্ব দেন এবং স্পেনকে ইউরো ২০২৫-এর ফাইনালে তুলেছিলেন।

তরুণ প্রতিভাদের মধ্যেও নজর কাড়লেন বার্সা তারকারা। পর পর দু’বার কোপা ট্রফি জিতলেন ইয়ামাল। মহিলাদের বিভাগে এই বছরই চালু করা হয় কোপা ট্রফি। যা জয় করলেন বার্সেলোনার ভিকি লোপেজ।

গোলরক্ষকদের ইয়াশিন ট্রফি জিতলেন জিয়ানলুইজি ডোন্নারুম্মা। ইংল্যান্ডের হান্না হ্যাম্পটন মহিলাদের বিভাগে এই পুরস্কার জয়ী হলেন।

কোচদের মধ্যে পুরুষ বিভাগে লুইস এনরিকে পেলেন ইয়োহান ক্রুইফ ট্রফি। পিএসজিকে ইউসিএল চ্যাম্পিয়ন করানোর পিছনে তাঁর ভূমিকা অনবদ্য ছিল। মহিলা বিভাগে ইংল্যান্ড কোচ সারিনা ভিগম্যান এই পুরস্কার জিতলেন।

গার্ড মুলার ট্রফির বিজেতা হলেন স্পোর্টিং সিপি–এর হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করা ভিক্টর গিয়োকেরেস। মহিলাদের মধ্যে বার্সেলোনার ইভা পায়োর পেলেন এই স্বীকৃতি। তিনি ৪৩ গোল করেন।

মানবিকতার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ সক্রেটিস অ্যাওয়ার্ড দেওয়া হলো জানা ফাউন্ডেশন (Xana Foundation)-কে। এই সংস্থাটি লুইস এনরিকে তাঁর প্রয়াত কন্যার স্মৃতিতে প্রতিষ্ঠা করেছেন, যেখানে গুরুতর অসুস্থ শিশুদের সহায়তা করা যায়।

আইতানা বোনমাতি এবং ওসমান ডেম্বেলে
IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস, 'গুরু' যুবরাজের জোড়া রেকর্ড ভাঙলেন 'শিষ্য' অভিষেক!
আইতানা বোনমাতি এবং ওসমান ডেম্বেলে
ISL: সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়ে আইএসএল নিয়ে আশ্বাস কল্যাণের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in