
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে 'গুরু' যুবরাজ সিং-র ১৩ বছরের আগের রেকর্ড ভাঙলেন 'শিষ্য' অভিষেক শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন তিনি।
সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ফের ভারতের কাছে হারতে হল পাকিস্তানকে। ভারতের জয়ের অন্যতম কারিগর হলেন ২৫ বছর বয়সী ওপেনার অভিষেক শর্মা। শুবমন গিলের সাথে অসাধারণ ইনিংস খেলে নিজের দলকে জেতাতে সাহায্য করলেন তিনি।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। শাহিন আফ্রিদির প্রথম বলেই ৬ মারেন তিনি। মাত্র ২৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। ২০১২ সালে যুবরাজ সিং ২৯ বলে পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন। যা এতদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরি ছিল।
মাত্র ২৫ বছর বয়সেই অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বোলাররা। স্লেজিংয়ের মাধ্যমে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলতে চাইলেও অভিষেক ও শুবমন গিল দৃঢ়তার সাথে মোকাবিলা করেন। ১০৫ রানের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ করেন।
শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রান করে ফেরেন অভিষেক। এর সঙ্গে তিনি ভাঙেন যুবরাজের আরেক কীর্তি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, যিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ৮২ রান করেছিলেন। তালিকায় দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে কোহলি ও গৌতম গম্ভীর। চতুর্থ স্থানে জায়গা করে নিলেন অভিষেক। পঞ্চম স্থানে রয়েছেন যুবরাজ সিং।
ম্যাচ শেষে অভিষেক শর্মা বলেন, অসধারণ একটা ম্যাচ খেললাম। মাঠের মধ্যে একটু সমস্যা হয়েছিল। শুরু ওরা করেছিল। তার জবাব ব্যাটিং-র মাধ্যমে দিলাম।
অভিষেক শর্মার এই রেকর্ড গড়া ইনিংস নতুন করে ভরসা দিল ভারতীয় সমর্থকদের মনে। বড় ম্যাচের মঞ্চে আরেক নির্ভরযোগ্য নায়ককে পেল ভারত।
গতকাল প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান করে পাকিস্তান। যদিও একাধিক ক্যাচ ধরতে ব্যর্থ হন ভারতীয় ক্রিকেটাররা। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক এবং গিলের দাপটে ১০ ওভারেই ১০৫ রান স্কোরবোর্ডে তোলে ভারত। পরে তিলক বর্মা ১৯ বলে ৩০ রান করে ভারতকে জেতাতে সাহায্য করেন। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ম্যাচ জিতে নেন সূর্যকুমার যাদবরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন