Varun Chakaravarthy: আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় শীর্ষে বরুণ চক্রবর্তী!
আইসিসি আন্তর্জাতিক টি-২০ বোলারদের র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করলেন ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। এই প্রথম তিনি প্রথম স্থান দখল করলেন। ৩৪ বছর বয়সী এই স্পিনার হলেন তৃতীয় ভারতীয়, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন জসপ্রিত বুমরাহ এবং রবি বিষ্ণোই।
বরুণ তাঁর দুর্দান্ত স্পেলের সুবাদে তিন ধাপ এগিয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফিকে সরিয়ে দিলেন। চলতি এশিয়া কাপে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৪ রান দিয়ে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রানের বিনিময়ে ১ উইকেট নেন।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “২০২৫ সালে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী উঠে এলেন বিশ্বের এক নম্বর টি-২০ বোলার হিসেবে।”
অন্য ভারতীয় বোলারদের মধ্যে, কুলদীপ যাদব এক লাফে ১৬ ধাপ উঠে ২৩ নম্বরে, আর অক্ষর প্যাটেল উঠে এসেছেন ১২ নম্বরে। জসপ্রিত বুমরাও চার ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পাণ্ডিয়া আগের মতোই শীর্ষে আছেন। আর তরুণ তারকা অভিষেক শর্মা চার ধাপ উঠে ১৪তম স্থানে পৌঁছেছেন। ব্যাটিং র্যাঙ্কিংয়েও তিনি নিজের এক নম্বর অবস্থান ধরে রেখেছেন। ইউএই-এর বিরুদ্ধে ১৬ বলে ৩০ এবং পাকিস্তানের বিপক্ষে ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে তিনি কেরিয়ারের সেরা ৮৮৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তবে তিলক বর্মা দুই ধাপ পিছিয়ে চতুর্থ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব এক ধাপ নেমে সপ্তম স্থানে চলে গেছেন।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

