
এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা নিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে। এবার ম্যাচ রেফারিকে এশিয়া কাপ থেকে বহিষ্কার করার দাবি জানালো পাক বোর্ড। পাশাপাশি ঘটনাটি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন পাস পেসার শোয়েব আখতার।
ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে "নীরব প্রতিবাদ" জানিয়ে ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকার করে। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানায়। তাদের দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আইসিসি কোড অব কন্ডাক্ট এবং এমসিসি আইনের লঙ্ঘন করেছেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সমাজ মাধ্যমে জানান, "পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগহাকে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দেন। আমরা অবিলম্বে এই ম্যাচ রেফারিকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি"।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভি আরও বলেন, “অত্যন্ত হতাশাজনক এই অখেলোয়াড়সুলভ আচরণ। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার চেতনাকে আঘাত করে।”
এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে জানা যায়, ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের কাছে পাইক্রফট ক্ষমা চান এবং স্বীকার করেন যে তিনি "হ্যান্ডশেক না করার প্রোটোকল" স্পষ্টভাবে জানাতে ব্যর্থ হয়েছিলেন।
পাক দলের ম্যানেজার নাভিদ আকরাম চীমা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে প্রতিবাদ জানান। তবে এখনো পর্যন্ত আইসিসি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। তিনি বলেন, "আমি নির্বাক। এটা দেখে মন খারাপ হচ্ছে এবং আমি কী বলব বুঝতে পারছি না। ভারতকে সালাম। এটা একটা ক্রিকেট ম্যাচ। এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমরা তোমাদের সম্পর্কে ভালো ভালো কথা বলেছি। হাত না মেলানো সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন