Asia Cup 2025: 'অ-ক্রীড়াসুলভ আচরণ' - ভারতীয় ক্রিকেটারদের 'হ্যান্ডশেক' না করা নিয়ে সরব পাক বোর্ড!

People's Reporter: ম্যাচ শুরুর আগেই ভারতীয় দলের এই সিদ্ধান্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে জানানো হয়েছিল। তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকেও জানিয়ে দিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় ক্রিকেট দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস থেকে শুরু করে ম্যাচ শেষের পরেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেননি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে পাক বোর্ড।

ম্যাচ শুরুর আগেই ভারতীয় দলের এই সিদ্ধান্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে জানানো হয়েছিল। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকেও জানিয়ে দেওয়া হয়েছিল যাতে তিনি টসের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলান।

ম্যাচ চলাকালীন পাকিস্তানি খেলোয়াড়রা সৌজন্যের খাতিরে ভারতীয়দের ড্রেসিংরুমে যেতে চাইলেও দরজা বন্ধ পাওয়া যায়। জানা গেছে, ভারতীয় ক্রিকেটারদের এই পদক্ষেপ ছিল অপারেশন সিঁদুরে শহিদ জওয়ানদের এবং পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহত সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘটনাটিকে ‘অক্রীড়াসুলভ’ বলে সমালোচনা করেছে। এক বিবৃতিতে তারা জানায়, “ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে জানিয়েছিলেন যেন তিনি যেন ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত না মেলান। পাকিস্তান দল এই আচরণকে খেলার চেতনার পরিপন্থী বলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।”

প্রতিবাদ স্বরূপ, অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানেও যোগ দেননি। কারণ সেই অনুষ্ঠানের সঞ্চালকও ছিলেন একজন ভারতীয়।

টসের সময় কিংবা ম্যাচ শেষে - দুই সময়ই হাত মেলানো এড়িয়ে যান দুই দলের ক্রিকেটাররা। খেলা শেষে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয়রা। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত ছিল এক প্রতীকী শ্রদ্ধাঞ্জলি, পাহেলগাঁওয়ে শহিদদের উদ্দেশ্যে।

ঘটনাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ ভারতের সিদ্ধান্তকে শহিদদের প্রতি সংহতি হিসেবে প্রশংসা করছেন, আবার অনেকেই বলছেন এটা ক্রিকেট মাঠে সৌজন্যের বিরোধী।

ভারতীয় ক্রিকেট দল
Shreyas Iyer: 'এখানে সম্মান পাচ্ছি' - কেকেআর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক শ্রেয়াস আইয়ার
ভারতীয় ক্রিকেট দল
উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় ৩৫ লক্ষ টাকার 'কলা কেলেঙ্কারি'! দুর্নীতির অভিযোগে BCCI-কে নোটিশ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in