
আত্মসম্মানের জন্য কলকাতা নাইট রাইডার্স ছেড়েছিলেন শ্রেয়াস আইয়ার। কার্যত এমনটাই দাবি করলেন তিনি। পাঞ্জাব কিংসে গিয়ে তিনি যোগ্য সম্মান পাচ্ছেন বলেও জানান।
বর্তমান সময়ের অন্যতম সেরা হোয়াইট-বল ব্যাটার হলেন শ্রেয়াস আইয়ার। অবশেষে কেন তিনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়েছিলেন তা নিয়ে মুখ খুললেন। জিকিউ (GQ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই ব্যাটার জানান, কেকেআরের অধিনায়ক হলেও ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের সাথে তিনি বেশি যুক্ত থাকতেন না। তবে পাঞ্জাব কিংসে এসে তিনি পুরোপুরি ভিন্ন অভিজ্ঞতা পাচ্ছেন।
শ্রেয়াস বলেন, “আমি অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে অনেক কিছু অফার করি। যদি সম্মান পাই, তবে যেকোনো কিছু সম্ভব। পাঞ্জাবে এটাই ঘটেছে। কোচ, ম্যানেজমেন্ট কিংবা খেলোয়াড় সবাই আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর আমি দারুণ ফর্মে ছিলাম। তাই পাঞ্জাব কিংসের প্রত্যেকেই আমার থেকে শুনতে এবং আমাকে সিদ্ধান্তে যুক্ত করতে আগ্রহী ছিল। এতে আমি মাঠের ভেতর ও বাইরে দু’জায়গাতেই দৃঢ়ভাবে ভূমিকা বজায় রাখতে পেরেছি।”
তিনি আরও যোগ বলেন, “ম্যানেজমেন্ট ও কোচদের সঙ্গে প্রতিটি বৈঠকে আমি ছিলাম, কৌশলগত সিদ্ধান্তে অংশ নিয়েছি। এটাই আমি সবচেয়ে পছন্দ করি।”
অন্যদিকে কেকেআর নিয়ে অভিজ্ঞতা জানাতে গিয়ে আইয়ার বলেন, “আলোচনার অংশ ছিলাম, কিন্তু পুরোপুরি মিশ্রণের মধ্যে ছিলাম না। এখনকার অবস্থানে আসতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।”
ভারতের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি পাঞ্জাব কিংসের হয়ে নতুন দায়িত্বে আইয়ার ইতিমধ্যেই নিজেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডল-অর্ডার ব্যাটার হিসেবে প্রমাণ করছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন