Harbhajan Singh: বন্যাকবলিত পাঞ্জাবের জন্য ১১টি নৌকা ও ৩টি অ্যাম্বুলেন্স সহায়তা হরভজন সিং-র!

People's Reporter: পাঞ্জাবে টানা বর্ষণ ও নদীর বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে এবং অন্তত ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
হরভজন সিং
হরভজন সিংছবি - হরভজন সিং-র ফেসবুক পেজ
Published on

বন্যাকবলিত পাঞ্জাবের জন্য ত্রাণ সহায়তা করলেন ভারতের প্রাক্তন স্পিনার তথা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হরভজন সিং। তিনি সাংসদ তহবিল থেকে ৮টি নৌকা এবং ব্যক্তিগত উদ্যোগে ৩টি নৌকা দান করেছেন। পাশাপাশি ৩টি অ্যাম্বুলেন্সও দান করেছেন হরভজন।

পাঞ্জাবে টানা বর্ষণ ও নদীর বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, ফসলের ক্ষতি হয়েছে এবং অন্তত ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সূত্রের খবর হরভজনের দেওয়া প্রতিটি নৌকার দাম ৪.৫ থেকে ৫.৫ লক্ষ টাকার মধ্যে। মোট ১১টি নৌকাই ত্রাণকাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

ত্রাণ তৎপরতার পাশাপাশি হরভজন তাঁর পরিচিত মহল থেকেও সাহায্যের আবেদন করেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে একটি ক্রীড়া সংস্থা ৩০ লক্ষ টাকা অনুদান দিয়েছে।

এছাড়া তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগী যথাক্রমে ১২ লক্ষ ও ৬ লক্ষ টাকা দান করেছেন। এ পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য, ওষুধসহ জরুরি পণ্যে ব্যয় করা হচ্ছে।

হরভজন সিং
AB De Villiers: সেরা ওডিআই ব্যাটারদের তালিকায় শচীনের উপরে নিজেকে রাখলেন ডিভিলিয়ার্স! শীর্ষে কে?
হরভজন সিং
ICC Women's World Cup: গুয়াহাটিতে মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in