
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না পাকিস্তান। জিও সুপার সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল তাঁর সুরেলা কণ্ঠে দর্শকদের মনোরঞ্জন করবেন। তবে সূত্র মারফত খবর, পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বা দলের কোনো প্রতিনিধি ভারত সফরে আসবেন না।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানের এই অনুপস্থিতি সাম্প্রতিক একটি নীতির ফল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন বছরে ভারত ও পাকিস্তান সীমান্ত পেরিয়ে কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে না।
রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বহুদিন ধরেই প্রভাবিত হচ্ছে। ভারত ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফরে যায়নি। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলেও প্রতিবেশী দেশের সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সেখানে খেলতে অস্বীকার করেছিল।
মহিলা বিশ্বকাপে পাকিস্তান দলের সব ম্যাচ হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি তারা সেমিফাইনাল (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) ওঠে, তবে সেই ম্যাচগুলোও কলম্বোতে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। আর ৫ অক্টোবর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে।
এ বছরের শুরুতে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থেকে জায়গা করে নেয় পাকিস্তান। তারা টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে।
আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫–এ পাকিস্তান দল -
ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলি সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, আইমান ফাতিমা, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, রামিন শামিম, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নওয়াজ (উইকেটকিপার) এবং সাইদা আরুব শাহ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন