
সেরা ওডিআই ব্যাটারদের তালিকায় শচীনের উপরে নিজেকে রাখলেন এবি ডিভিলিয়ার্স। ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি ও আদিল রশিদের সঞ্চালনায় বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই এই তালিকা তৈরি করেন এবিডি। নিয়ম ছিল, একে একে খেলোয়াড়দের ১ থেকে ১০ নম্বরের মধ্যে বসাতে হবে।
শচীন তেন্ডুলকরকে তিনি চতুর্থ স্থানে রাখেন। নিজের দেশ দক্ষিণ আফ্রিকার সতীর্থ হাসিম আমলাকে রাখেন পাঁচ নম্বরে। নিজের নাম উঠলে খালি থাকা দুই নম্বর স্লটে বসিয়ে দেন নিজেকেই।
তবে এক নম্বর নিয়ে ভিলিয়ার্সের মনে কোনো দ্বিধা ছিল না। প্রাক্তন আরসিবি সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু বিরাট কোহলিকেই তিনি বেছে নেন সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে। তিন নম্বরে আসেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
ভারতের রোহিত শর্মা ও এমএস ধোনিকে যথাক্রমে ছয় ও সাত নম্বরে রাখেন ভিলিয়ার্স। তালিকার বাকি তিনজন ছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তালিকা শেষে হাসতে হাসতে ভিলিয়ার্স বলেন, “খারাপ না তালিকা।”
এবি ডি ভিলিয়ার্সের ব্লাইন্ড র্যাঙ্কিং (২০০০ পরবর্তী ওয়ানডে ব্যাটসম্যান):
1. বিরাট কোহলি
2. এবি ডি ভিলিয়ার্স
3. রিকি পন্টিং
4. শচীন টেন্ডুলকার
5. হাশিম আমলা
6. রোহিত শর্মা
7. এমএস ধোনি
8. কুমার সাঙ্গাকারা
9. বাবর আজম
10. ডেভিড ওয়ার্নার
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন