Virat Kohli: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় ৩ মাস পর শোক প্রকাশ বিরাট কোহলির!

People's Reporter: ৪ জুন আরসিবি-র শিরোপা উদযাপন উৎসব রূপ নেয় বিপর্যয়ে। প্রায় আড়াই লক্ষ মানুষ কোহলি ও অন্যান্য খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমান।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - বিরাট কোহলির ফেসবুক পেজ
Published on

বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি জয়ের আনন্দ উদযাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

৪ জুন আরসিবি-র শিরোপা উদযাপন উৎসব রূপ নেয় বিপর্যয়ে। প্রায় আড়াই লক্ষ মানুষ কোহলি ও অন্যান্য খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমান। বিপুল ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় ১১ জন নিহত হন এবং অনেকেই আহত হন।

বুধবার এক আবেগঘন বার্তায় কোহলি বলেন, “জীবনে কিছুই আপনাকে এমন হৃদয়বিদারক ঘটনার জন্য প্রস্তুত করে না। ৪ জুন আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে সুখের মুহূর্ত হওয়ার কথা ছিল। কিন্তু তা মর্মান্তিকে পরিণত হয়। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং আহত সমর্থকদের জন্য আমি ভেবেছি, প্রার্থনা করেছি। আপনাদের এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ। আমরা একসঙ্গে যত্ন, শ্রদ্ধা ও দায়িত্ব নিয়ে এগিয়ে যাব।”

সরকারি তদন্তে এই পদপিষ্টের ঘটনার জন্য অনুমতির ঘাটতি ও নিয়ন্ত্রণহীন ভিড়কে দায়ী করা হয়েছে। পুলিশও স্বীকার করেছে যে বিপুল ভিড় সামলানোর মতো বাহিনী তাঁদের হাতে ছিল না। তদন্তে আরসিবি-কে সমালোচনার মুখে পড়তে হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়ে সমর্থকদের বিশাল জমায়েতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

দুর্ঘটনার পর আরসিবি কর্তৃপক্ষ ঘোষণা করে, মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাঁদের স্মৃতিতে ‘অর্থবহ পদক্ষেপ’ নেওয়া হবে। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজি ‘RCB Cares’ নামে একটি ফাউন্ডেশন চালু করেছে, যা স্টেডিয়াম কর্তৃপক্ষ, ক্রীড়া সংস্থা ও লিগ অংশীদারদের সঙ্গে কাজ করে আরও উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে।

বিরাট কোহলি
US Open 2025: ফ্রিৎজের লড়াই থামিয়ে ইউএস ওপেন সেমিফাইনালে জকোভিচ! প্রতিপক্ষ আলকারাজ
বিরাট কোহলি
CAFA Nations Cup: আফগানিস্তান ম্যাচের আগে বিরাট ধাক্কা ভারতের! চোটের কারণে থেকে ছিটকে গেলেন সন্দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in