US Open 2025: ফ্রিৎজের লড়াই থামিয়ে ইউএস ওপেন সেমিফাইনালে জকোভিচ! প্রতিপক্ষ আলকারাজ

People's Reporter: ৩৮ বছর বয়সী জকোভিচ, যিনি নিউ ইয়র্কে চারবার শিরোপা জিতেছেন, মঙ্গলবার ৬-৩, ৭-৫, ৩-৬ এবং ৬-৪ সেটে ফ্রিৎজকে হারালেন।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচছবি - ইউএস ওপেনের ফেসবুক পেজ
Published on

আমেরিকান টেলর ফ্রিৎজের কঠিন চ্যালেঞ্জ সামলে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন নোভাক জকোভিচ। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার খোঁজে এগিয়ে চলেছেন সার্বিয়ান তারকা। ম্যাচ জিতে মেয়ের শেখানো নাচও করতে দেখা যায় জকোভিচকে।

৩৮ বছর বয়সী জকোভিচ, যিনি নিউ ইয়র্কে চারবার শিরোপা জিতেছেন, মঙ্গলবার ৬-৩, ৭-৫, ৩-৬ এবং ৬-৪ সেটে ফ্রিৎজকে হারালেন। লড়াই চলে তিন ঘণ্টা ২৪ মিনিট। এই জয়ে ফ্রিৎজের বিরুদ্ধে তাঁর অপরাজিত রেকর্ড দাঁড়াল ১১-০।

ম্যাচ শেষে জকোভিচ বলেন, “অবিশ্বাস্যভাবে কাছাকাছি ম্যাচ ছিল। দ্বিতীয় সেটে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট বাঁচাতে ভাগ্য সাহায্য করেছে। দ্বিতীয় ও তৃতীয় সেটের বেশির ভাগ সময় ও-ই ভালো খেলছিল। এই ধরণের ম্যাচে কয়েকটি পয়েন্টই ফল নির্ধারণ করে।”

তিনি আরও বলেন, “শেষ গেমটা ভীষণ চাপের ছিল ফ্রিৎজকে ডবল ফল্টে শেষ করতে হয়েছে, এটা দুঃখজনক। তবে ও দারুণ লড়েছে।”

পুরো ম্যাচে ১৩টি ব্রেক-পয়েন্ট পেলেও মাত্র দুইটিকে কাজে লাগাতে পেরেছিলেন ফ্রিৎজ। দ্বিতীয় সেটে জকোভিচকে ব্রেক করে সমতায় ফিরলেও পরের গেমেই ডবল ফল্টে সার্ভিস হারিয়ে আবার পিছিয়ে পড়েন আমেরিকান তারকা।

তৃতীয় সেটে ফ্রিৎজ কিছুটা লড়াইয়ে ফিরলেও চতুর্থ সেটের শেষ গেমে চাপ সামলাতে পারেননি। ম্যাচে টিকে থাকার লড়াইয়ে সার্ভিস ধরে রাখতে ব্যর্থ হয়ে আবারও ডবল ফল্ট করেন তিনি। এই জয়ের মাধ্যমে ইউএস ওপেনে সর্বাধিক সেমিফাইনালে ওঠার তালিকায় (১৪ বার) কিংবদন্তি জিমি কনর্সকে স্পর্শ করলেন জকোভিচ।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ফর্ম ও শারীরিক সমস্যায় ভুগলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন জকোভিচ। এবার সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজ।

নোভাক জকোভিচ
Mitchell Starc: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর মিচেল স্টার্কের!
নোভাক জকোভিচ
IND vs IRN: শক্তিশালী ইরানের কাছে হারলেও দলের খেলায় খুশি খালিদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in