Mitchell Starc: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর মিচেল স্টার্কের!

People's Reporter: অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টার্ক। ২০২১ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্য তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অর্জন।
মিচেল স্টার্ক
মিচেল স্টার্কছবি - সংগৃহীত
Published on

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক। মঙ্গলবার তিনি জানান, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে মনোযোগী হতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টার্ক। ২০২১ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্য তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অর্জন। সর্বশেষ তিনি অংশ নেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। যা অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

অবসর নিয়ে স্টার্ক বলেন, “টেস্ট ক্রিকেট আমার সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপের সাফল্য। তবে ভারতের টেস্ট সফর, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে এখন সেরাটা দেওয়াই আমার মূল লক্ষ্য।”

অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি স্টার্কের প্রশংসা করে বলেন, “অস্ট্রেলিয়ায় তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে গর্বিত হওয়া উচিত। ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন অপরিহার্য সদস্য।”

আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তরুণ পেসারদের সুযোগ করে দিতে অবসরকে প্রয়োজনীয় বলে মনে করেন বাঁ-হাতি এই বোলার।

মিচেল স্টার্ক
Neeraj Chopra: 'কঠিন দিন ছিল', কোনও রকমে পার ৮৫ মিটার, ডায়মন্ড লিগ ফাইনালে দ্বিতীয় নীরজ
মিচেল স্টার্ক
R Ashwin: 'প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত!' টেস্টের পর ৮ মাসের মধ্যে IPL-কে বিদায় অশ্বিনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in