
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় ফুটবল দলের। চোটের কারণে কাফা (CAFA) নেশনস কাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। বুধবার এক বিবৃতিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
এআইএফএফ-এর এক্স হ্যান্ডেলে জানানো হয়, “ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ইরানের বিপক্ষে ম্যাচে চোট পান এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। তিনি আজই দেশে ফিরবেন।”
ভারতের রক্ষণভাগে ভরসার প্রতীক ঝিঙ্গানের অনুপস্থিতি দলকে যথেষ্ট চিন্তায় রাখছে। এফসি গোয়ার এই সেন্টার-ব্যাক তাজিকিস্তানের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে ইরানের বিপক্ষে হারের পর তাঁর নেতৃত্ব ছাড়া খেলতে নামবে দল।
বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। জয়ের মাধ্যমেই নিশ্চিত করা যাবে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে জায়গা। টুর্নামেন্টে অভিষেকেই মঞ্চে জায়গা করে নেওয়া ভারতের জন্য বড় সাফল্য হবে।
ঝিঙ্গানের জায়গা পূরণ করতে জামিলকে এখন ভরসা করতে হবে দলে থাকা অন্য বিকল্পদের ওপর। সম্ভাব্যভাবে চিনগলেনসানা সিং ও রাহুল ভেকে সেন্টার-ব্যাক পজিশনে সুযোগ পেতে পারেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন