CAFA Nations Cup: আফগানিস্তান ম্যাচের আগে বিরাট ধাক্কা ভারতের! চোটের কারণে থেকে ছিটকে গেলেন সন্দেশ

People's Reporter: এআইএফএফ জানিয়েছে, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ইরানের বিপক্ষে ম্যাচে চোট পান এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। তিনি আজই দেশে ফিরবেন।
ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গান
ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গানছবি - ভারতীয় ফুটবল দলের ফেসবুক পেজ
Published on

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় ফুটবল দলের। চোটের কারণে কাফা (CAFA) নেশনস কাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। বুধবার এক বিবৃতিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

এআইএফএফ-এর এক্স হ্যান্ডেলে জানানো হয়, “ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ইরানের বিপক্ষে ম্যাচে চোট পান এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। তিনি আজই দেশে ফিরবেন।”

ভারতের রক্ষণভাগে ভরসার প্রতীক ঝিঙ্গানের অনুপস্থিতি দলকে যথেষ্ট চিন্তায় রাখছে। এফসি গোয়ার এই সেন্টার-ব্যাক তাজিকিস্তানের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে ইরানের বিপক্ষে হারের পর তাঁর নেতৃত্ব ছাড়া খেলতে নামবে দল।

বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। জয়ের মাধ্যমেই নিশ্চিত করা যাবে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে জায়গা। টুর্নামেন্টে অভিষেকেই মঞ্চে জায়গা করে নেওয়া ভারতের জন্য বড় সাফল্য হবে।

ঝিঙ্গানের জায়গা পূরণ করতে জামিলকে এখন ভরসা করতে হবে দলে থাকা অন্য বিকল্পদের ওপর। সম্ভাব্যভাবে চিনগলেনসানা সিং ও রাহুল ভেকে সেন্টার-ব্যাক পজিশনে সুযোগ পেতে পারেন।

ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গান
IND vs IRN: শক্তিশালী ইরানের কাছে হারলেও দলের খেলায় খুশি খালিদ
ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গান
R Ashwin: 'প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত!' টেস্টের পর ৮ মাসের মধ্যে IPL-কে বিদায় অশ্বিনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in