US Open 2025: প্রথম কোনও গ্র্যান্ড স্লাম সেমিতে ভারতের ভাম্ব্রি!

People's Reporter: গত বছর ভাম্ব্রি ফরাসি খেলোয়াড় আলবানো অলিভেত্তির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।
যুকি ভাম্ব্রি
যুকি ভাম্ব্রিছবি - সংগৃহীত
Published on

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইউএস ওপেন ২০২৫-এর পুরুষদের ডাবলস সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতের যুকি ভাম্ব্রি ও নিউজিল্যান্ডের মাইকেল ভেনাস। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের সেমিতে উঠলেন ইউকি ভাম্ব্রি।

বৃহস্পতিবার ফ্লাশিং মিডোজের কোর্ট ১৭-তে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে এই ইন্দো-কিউই জুটি ১১তম বাছাই নিকোলা মেক্টিচ ও আমেরিকার রাজীব রামকে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন। ভাম্ব্রি, যিনি বর্তমানে বিশ্বের ৩২ নম্বর ডবলস খেলোয়াড়, প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলতে চলেছেন। শুক্রবার তাঁদের প্রতিপক্ষ হবেন ব্রিটিশ জুটি নীল স্কুপস্কি ও জো সালিসবারি।

গত বছর ভাম্ব্রি ফরাসি খেলোয়াড় আলবানো অলিভেত্তির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। তবে স্পেনের মার্সেল গ্রানোলার্স ও আর্জেন্টিনার হোরাসিও জেবালোসের কাছে হেরে যান।

চলতি আসরে ভাম্ব্রি-ভেনাস জুটি প্রি-কোয়ার্টারে কলম্বিয়ার গঞ্জালো এস্কোবার ও মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলার বিরুদ্ধে ৬-১, ৭-৫ জিতে শেষ আটে ওঠেন। অন্যদিকে, তাঁদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ রাজীব রাম ও নিকোলা মেক্টিচ দ্বিতীয় রাউন্ডে রাম-এর কেরিয়ারের ৫০০তম ডবলস জয়ের কীর্তি গড়েছিলেন। কিন্তু কোয়ার্টারে ভাম্ব্রি-ভেনাসের ধারাবাহিক পারফরম্যান্সের সামনে টিকতে পারেননি।

এদিকে, ভারতের অন্য প্রতিযোগীরা শুরুতেই বিদায় নেন। রোহন বোপন্না ও মোনাকোর রোমান আর্নেওদো প্রথম রাউন্ডেই হারেন। অনিরুদ্ধ চন্দ্রশেখর- বিজয় সুন্দর প্রসন্নর জুটিও প্রথম রাউন্ডেই পরাজিত হন।

ভারতীয় টেনিস সমর্থকদের এখন চোখ থাকবে শুক্রবারের সেমিফাইনালে, যেখানে ভাম্ব্রির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ।

যুকি ভাম্ব্রি
Virat Kohli: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় ৩ মাস পর শোক প্রকাশ বিরাট কোহলির!
যুকি ভাম্ব্রি
Mohun Bagan: 'মোহনবাগান আমাকে বেছে নিয়েছে' - সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে মরিয়া রবসন!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in