US Open 2025: প্রথম কোনও গ্র্যান্ড স্লাম সেমিতে ভারতের ভাম্ব্রি!

People's Reporter: গত বছর ভাম্ব্রি ফরাসি খেলোয়াড় আলবানো অলিভেত্তির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।
যুকি ভাম্ব্রি
যুকি ভাম্ব্রিছবি - সংগৃহীত
Published on

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইউএস ওপেন ২০২৫-এর পুরুষদের ডাবলস সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতের যুকি ভাম্ব্রি ও নিউজিল্যান্ডের মাইকেল ভেনাস। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের সেমিতে উঠলেন ইউকি ভাম্ব্রি।

বৃহস্পতিবার ফ্লাশিং মিডোজের কোর্ট ১৭-তে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে এই ইন্দো-কিউই জুটি ১১তম বাছাই নিকোলা মেক্টিচ ও আমেরিকার রাজীব রামকে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন। ভাম্ব্রি, যিনি বর্তমানে বিশ্বের ৩২ নম্বর ডবলস খেলোয়াড়, প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলতে চলেছেন। শুক্রবার তাঁদের প্রতিপক্ষ হবেন ব্রিটিশ জুটি নীল স্কুপস্কি ও জো সালিসবারি।

গত বছর ভাম্ব্রি ফরাসি খেলোয়াড় আলবানো অলিভেত্তির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। তবে স্পেনের মার্সেল গ্রানোলার্স ও আর্জেন্টিনার হোরাসিও জেবালোসের কাছে হেরে যান।

চলতি আসরে ভাম্ব্রি-ভেনাস জুটি প্রি-কোয়ার্টারে কলম্বিয়ার গঞ্জালো এস্কোবার ও মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলার বিরুদ্ধে ৬-১, ৭-৫ জিতে শেষ আটে ওঠেন। অন্যদিকে, তাঁদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ রাজীব রাম ও নিকোলা মেক্টিচ দ্বিতীয় রাউন্ডে রাম-এর কেরিয়ারের ৫০০তম ডবলস জয়ের কীর্তি গড়েছিলেন। কিন্তু কোয়ার্টারে ভাম্ব্রি-ভেনাসের ধারাবাহিক পারফরম্যান্সের সামনে টিকতে পারেননি।

এদিকে, ভারতের অন্য প্রতিযোগীরা শুরুতেই বিদায় নেন। রোহন বোপন্না ও মোনাকোর রোমান আর্নেওদো প্রথম রাউন্ডেই হারেন। অনিরুদ্ধ চন্দ্রশেখর- বিজয় সুন্দর প্রসন্নর জুটিও প্রথম রাউন্ডেই পরাজিত হন।

ভারতীয় টেনিস সমর্থকদের এখন চোখ থাকবে শুক্রবারের সেমিফাইনালে, যেখানে ভাম্ব্রির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ।

যুকি ভাম্ব্রি
Virat Kohli: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় ৩ মাস পর শোক প্রকাশ বিরাট কোহলির!
যুকি ভাম্ব্রি
Mohun Bagan: 'মোহনবাগান আমাকে বেছে নিয়েছে' - সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে মরিয়া রবসন!

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in