Mohun Bagan: 'মোহনবাগান আমাকে বেছে নিয়েছে' - সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে মরিয়া রবসন!

People's Reporter: অনুশীলনে রবসনকে দেখার জন্য বহু মোহনবাগান সমর্থক মাঠে ভিড় জমান। এএফসি কাপের জন্য অনুশীলন করলেন তিনি।
রবসন রবিনহো
রবসন রবিনহোছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

মোহনবাগানের হয়ে অনুশীলনও শুরু করে দিলেন রবসন রবিনহো। ব্যারেটোর পরে আবারও একজন ব্রাজিলীয় এলেন বাগান জার্সিতে। আর প্রথমদিন এসেই ভালোবাসা কুড়িয়ে নিলেন।

অনুশীলনে তাঁকে দেখার জন্য বহু মোহনবাগান সমর্থক মাঠে ভিড় জমান। এএফসি কাপের জন্য অনুশীলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে এসে রবসন জানান, "আমি মোহনবাগানকে বেছে নিইনি। মোহনবাগান আমাকে বেছে নিয়েছে। আমার লক্ষ্য থাকবে, যত দ্রুত সম্ভব দলের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ মোহনবাগান আমাকে বেছে নিয়েছে।"

নিজের ফিটনেস নিয়ে রবসন বলেন, 'মাত্র ১৪-১৫ দিন ট্রেনিং করেছি। আশা করছি দলকে সাহায্য করতে পারব। যথেষ্ট ফিট আছি। আইএসএল, এএফসি, সুপার কাপ খেলার জন্য মুখিয়ে আছি। কোন পজিশনে খেলব, সেটা ঠিক করবেন কোচ। ডুরান্ডের ম্যাচ দেখেছি, ডার্বিও দেখেছি। অবশ্যই কলকাতা ডার্বি খেলতে চাই।'

বাংলাদেশে দীর্ঘদিন খেলেছেন রবসন। থেকেছেনও। ফলে, বাংলা ভাষাটাও যেন অনেকটাই রপ্ত করে কলকাতায় খেলতে চলে এসেছেন। তিনি বলেন, ‘চল চল, আস্তে আস্তে, ভালো আছেন?'

এদিকে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জানালেন, 'প্রজন্মর পর প্রজন্ম যায় মোহনবাগান কিন্তু নিজের অস্তিত্ব সবসময় বজায় রাখে। আশা করছি রবসন জার্সির ওজন বুঝবে।'

রবসন রবিনহো
IND vs IRN: শক্তিশালী ইরানের কাছে হারলেও দলের খেলায় খুশি খালিদ
রবসন রবিনহো
Mitchell Starc: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর মিচেল স্টার্কের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in