

মোহনবাগানের হয়ে অনুশীলনও শুরু করে দিলেন রবসন রবিনহো। ব্যারেটোর পরে আবারও একজন ব্রাজিলীয় এলেন বাগান জার্সিতে। আর প্রথমদিন এসেই ভালোবাসা কুড়িয়ে নিলেন।
অনুশীলনে তাঁকে দেখার জন্য বহু মোহনবাগান সমর্থক মাঠে ভিড় জমান। এএফসি কাপের জন্য অনুশীলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে এসে রবসন জানান, "আমি মোহনবাগানকে বেছে নিইনি। মোহনবাগান আমাকে বেছে নিয়েছে। আমার লক্ষ্য থাকবে, যত দ্রুত সম্ভব দলের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ মোহনবাগান আমাকে বেছে নিয়েছে।"
নিজের ফিটনেস নিয়ে রবসন বলেন, 'মাত্র ১৪-১৫ দিন ট্রেনিং করেছি। আশা করছি দলকে সাহায্য করতে পারব। যথেষ্ট ফিট আছি। আইএসএল, এএফসি, সুপার কাপ খেলার জন্য মুখিয়ে আছি। কোন পজিশনে খেলব, সেটা ঠিক করবেন কোচ। ডুরান্ডের ম্যাচ দেখেছি, ডার্বিও দেখেছি। অবশ্যই কলকাতা ডার্বি খেলতে চাই।'
বাংলাদেশে দীর্ঘদিন খেলেছেন রবসন। থেকেছেনও। ফলে, বাংলা ভাষাটাও যেন অনেকটাই রপ্ত করে কলকাতায় খেলতে চলে এসেছেন। তিনি বলেন, ‘চল চল, আস্তে আস্তে, ভালো আছেন?'
এদিকে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জানালেন, 'প্রজন্মর পর প্রজন্ম যায় মোহনবাগান কিন্তু নিজের অস্তিত্ব সবসময় বজায় রাখে। আশা করছি রবসন জার্সির ওজন বুঝবে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন