CAFA Nations Cup: তাঁর হাতেই সুরক্ষিত ভারতীয় ফুটবল! ওমানকে হারিয়ে প্রমাণ করলেন খালিদ

People's Reporter: ফিফা র‍্যাঙ্কিং-এ ৫৪ ধাপ এগিয়ে থাকা দলকে পরাস্ত করল খালিদ জামিলের ছেলেরা। ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ নিশ্চিত করেছে ভারত।
ভারতীয় ফুটবল দল
ভারতীয় ফুটবল দলছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

খালিদ জামিলের হাতে সুরক্ষিত ভারতীয় ফুটবল। অন্তত ফিরে আসার রাস্তা দেখেছে। বিদেশী কোচদের হাতে থাকাকালীন যে ভারতীয় ফুটবল গত ৩ বছরে একটা জয়ের জন্য মুখিয়ে থাকত, ফিফা র‍্যাঙ্কিং-এ তলানিতে থাকা দলগুলির কাছে পর্যুদস্ত হত তারাই এবারে ওমানের মত ফিফা র‍্যাঙ্কিং-এ ৫৪ ধাপ এগিয়ে থাকা দলকে পরাস্ত করল।

ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ নিশ্চিত করেছে ভারত। ৫৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ওমানের পরিবর্ত ফরোয়ার্ড জামিল সালিম আল ইয়াহমাদি। ৮০ মিনিটের মাথায় উদান্ত সিং-য়ের অসাধারণ গোলে সমতা আনে ভারত।

শেষ পর্যন্ত ম্যাচ টাই ব্রেকারে গড়ালে ভারতের প্রথম দু’টি শটে গোল করেন লালিয়ানজুয়ালা ছাঙতে ও রাহুল ভেকে। কিন্তু প্রথম দু’বারেই ব্যর্থ হন আল সাদি ও আল খাবি। পরের দুই রাউন্ডে আনোয়ার আলির শট গোলকিপার আটকে দিলেও জিথিন এমএস গোল করেন। তবে পরপর দু’টি শটে গোল করেন ওমানের আল রুশাইদি ও আল ঘাসানি।

শেষ মুহূর্তে উদান্ত সিং ব্যর্থ হওয়ায় ওমানের আল ইয়াহমাদির বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়েন গুরপ্রীত। বহু যুদ্ধের নায়ক ভারতীয় গোলকিপার মাথা পুরোপুরি ঠাণ্ডা রেখে দুর্দান্ত দক্ষতায় ওমানের তারকা ফরোয়ার্ডের শট আটকে ম্যাচ জিতে নেন।

ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল আর মোহনবাগান। খালিদ দুটো ক্লাবেই কোচিং করিয়েছেন অতীতে। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, 'আমরাই সবার প্রথম ভারতীয় দলে খালিদের কোচ হওয়া উচিত এই বিষয়ে সওয়াল করি। ওর এই সাফল্য দেখে সত্যিই ভালো লাগছে।'

এদিকে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, 'এই হাল ফেডারেশনের। কিছু ঠিক নেই। ডামাডোলে থাকা একটা পরিবেশে কাজ করা সত্যিই প্রশংসার যোগ্য। আর ওর উপর এখন কোনো চাপ নেই। এই ভয়ডরহীন খেলাটাই খেলতে দেওয়া উচিত।'

ভারতীয় ফুটবল দল
Harbhajan Singh: বন্যাকবলিত পাঞ্জাবের জন্য ১১টি নৌকা ও ৩টি অ্যাম্বুলেন্স সহায়তা হরভজন সিং-র!
ভারতীয় ফুটবল দল
US Open 2025: দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ, অখুশি ট্রাম্প! ভাইরাল ভিডিও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in