উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় ৩৫ লক্ষ টাকার 'কলা কেলেঙ্কারি'! দুর্নীতির অভিযোগে BCCI-কে নোটিশ আদালতের

People's Reporter: সঞ্জয় রাওয়াত সহ কয়েকজনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ড (সিএইউ)-এর মাধ্যমে কেন্দ্রীয় তহবিলের নিয়মিতভাবে অপব্যবহার করা হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। যার অংশ হিসেবে উঠে এসেছে, ক্রিকেটারদের জন্য ৩৫ লক্ষ টাকার কলা কেনা অ্যাসোসিয়েশনের তরফ থেকে। প্রায় ১২ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই বিষয়ে জানতে চেয়ে বিসিসিআই-কে নোটিশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট।

সঞ্জয় রাওয়াত সহ কয়েকজনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ড (সিএইউ)-এর মাধ্যমে কেন্দ্রীয় তহবিলের নিয়মিতভাবে অপব্যবহার করা হয়েছে। অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য খরচ হয়েছে ৬.৪ কোটি টাকা, আর টুর্নামেন্ট ও ট্রায়ালের খরচ দেখানো হয়েছে মোট ২৬.৩ কোটি টাকা। যা গত বছরের ২২.৩ কোটির তুলনায় অনেক বেশি।

তবে সকল নজর কেড়েছে ৩৫ লক্ষ টাকার কলা কেনা নিয়ে। বছরের পর বছর খেলোয়াড়দের খাদ্যতালিকায় ফল থাকলেও, এত বিপুল অঙ্কে কেবল কলা কেনার খরচ দেখানো একেবারেই অবিশ্বাস্য বলে মনে করছেন অনেকে।

বিচারপতি মনোজ কুমার তিওয়ারির সিঙ্গেল বেঞ্চে মামলাটির শুনানি হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হতে পারে। অভিযোগকারীদের দাবি, এর স্বচ্ছ তদন্ত করতে হবে। তারা এও জানতে চেয়েছেন কেন বিসিসিআই-এর তরফ থেকে কেন্দ্রীয় তহবিলের সঠিক নজরদারি হয়নি।

অভিযোগকারীদের মধ্যে একজন জানিয়েছেন, "এটা শুধু কলার বিষয় নয়, এটা স্বচ্ছতার বিষয়"। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই খাবার ও থাকার খরচ দেখিয়ে আর্থিক দুর্নীতি আড়াল করা হচ্ছে।

ঘটনাটি ফের একবার আলোচনায় এনেছে দেশীয় ক্রিকেটে প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতার অভাবের বিষয়টি। বিশেষজ্ঞদের মতে, কঠোর অডিট ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও বড় কেলেঙ্কারির ঘটনা সামনে আসতে পারে।

প্রতীকী ছবি
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে রেকর্ড রোনাল্ডোর! শেষ ম্যাচে হার ব্রাজিল-আর্জেন্টিনার
প্রতীকী ছবি
Shreyas Iyer: 'এখানে সম্মান পাচ্ছি' - কেকেআর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক শ্রেয়াস আইয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in